টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা নামের নতুন এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব।
মাসুম রেজার চিত্রনাট্যে ২০১৯-২০ সালে সরকারি অনুদান পাওয়া এ সিনেমাটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক মুশফিকুর রহমান গুলজার। বৃহস্পতিবার এফডিসিতে এ সিনেমায় চুক্তিবদ্ধ হন নিরব।
সিনেমায় চুক্তির হওয়ার বিষয়টি নিজেই নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নিরব।
এতে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবরের বোনের জামাতা সৈয়দ নূরুল হকের চরিত্রে অভিনয় করবেন নিরব।
বঙ্গবন্ধুর কিশোরবেলার গল্প নিয়ে নির্মিত হচ্ছে টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা।
ইতোমধ্যেই সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। ২৬ অক্টোবর থেকে শুরু হবে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং। এর আগেই চুক্তিবদ্ধ হলেন নিরব।
সিনেমা ও নিজের চরিত্র নিয়ে নিরব বলেন, ‘সিনেমাটি যেমন ঐতিহাসিক ও তেমনই এতে আমার চরিত্রটিও ভীষণ তাৎপর্যপূর্ণ। এমন একটি ঐতিহাসিক সিনেমার অংশ হতে পেরে আমি ভীষণ খুশি এবং সেই সঙ্গে পরিচালক গুলজার ভাইয়ের কাছে কৃতজ্ঞ।’