বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনন্যা পান্ডের বাড়িতেও এনসিবির অভিযান

  •    
  • ২১ অক্টোবর, ২০২১ ১৪:১০

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে বাড়িতেও অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ইতোমধ্যে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মাদককাণ্ডে আরও এক বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

শাহরুখ খানের বাড়িতে এনসিবির তল্লাশির খবরের পরপরই জানা যায়, বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের বাড়িতে অর্থাৎ তার মেয়ে অনন্যা পান্ডের বাড়িতে অভিযান চালিয়েছে সংস্থাটি।

বেশ কিছুক্ষণ তার বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। সেখান থেকে অনন্যার মোবাইল, ল্যাপটপসহ একাধিক ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

ইতিমধ্যে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, অনন্যার সঙ্গে আরিয়ান মাদক নিয়ে হোয়াটসআপে চ্যাট করেছিলেন। যে চ্যাট হাতে এসেছে এনসিবি কর্তাদের।

এনসিবি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, অনন্যার সঙ্গে অনেকবার মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ানের। চ্যাটে তাকে অ্যানি বলে সম্বোধন করেছেন আরিয়ান।

বরাবরই চাঙ্কি পান্ডে ও শাহরুখ খানের সম্পর্ক বেশ ভালো। ছোট থেকেই একে অপরের বন্ধু অনন্যা ও আরিয়ান। এক অভিনেতার সঙ্গে আরিয়ানের মাদক নিয়ে কথাবার্তার তথ্য গতকালই এনসিবির পক্ষ থেকে পেশ করা হয়েছিল আদালতে। তবে কে সেই অভিনেতা সে ব্যাপারে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশির পরই অনুমান করা যায় যে, আরিয়ানের সঙ্গে অনন্যার চ্যাটের কথাই হয়তো উল্লেখ করা হয় আদালতে।

এ বিভাগের আরো খবর