মাদক মামলায় কারাগারে শাহরুখপুত্র আরিয়ান খান। বুধবার জামিন মেলেনি। তাই ছেলের সঙ্গে দেখা করতে জেলেই হাজির হলেন বলিউড বাদশাহ।
মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আরিয়ানকে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ।
শাহরুখের সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন কিং খান। দ্রুত কথা বলে বের হয়ে আসেন তিনি। তার সঙ্গেই ফেরত যায় আইনজীবীদের দলটিও।
ছেলের সঙ্গে চুপিসারেই দেখা করতে চেয়েছিলেন শাহরুখ। সে কারণে বড় কনভয় বা বড় গাড়ি নিয়ে যাননি তিনি। কালো কাচে ঘেরা একটি ছোট গাড়িতে জেলে যান তিনি।
তবে শাহরুখের আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিলেন অনেকে। ফলে আর্থার রোড জেলের মূল ফটকের বাইরে ভিড় জমে যায়।
জেলের মূল গেটে থামে শাহরুখের গাড়ি। গাড়ির পেছনের সিট থেকে নামেন শাহরুখ। একটি গোল গলা টি-শার্ট আর জিনসের ট্রাউজার পরে ছিলেন। মুখ ঢাকা ছিল কালো মাস্কে। চোখে কালো রোদচশমা। মাথার লম্বা চুল পনিটেলে বাঁধা। দেহরক্ষীর বেষ্টনীর সাহায্য নিয়ে দ্রুত জেলের ভিতরে চলে যান।
প্রশাসনের অনুমতি পেলে সাধারণত এই ধরনের সাক্ষাৎ হয় ৫ থেকে ১০ মিনিটের। শাহরুখ জেলের ভিতরে ছিলেন প্রায় ১৫ মিনিট। তবে ওই সময়ের পুরোটাই তিনি আরিয়ানের সঙ্গে ছিলেন কি না তা নিশ্চিত না।
আরিয়ানের সঙ্গে দেখা করতে জেলে ঢোকা ও বের হওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি।
আর্থার রোড জেলটি মুম্বাই শহরের ভেতরেই। এ জেলেই বিশেষ টাডা আদালতে বিচার হয়েছিল বলিউডের নায়ক সঞ্জয় দত্তের। সেখানে বেশ কিছুদিন বন্দিও ছিলেন তিনি।
গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়।