২০১৪ সাল। প্রান্ত, সোহাগ, তুহিন মিলে গড়ে তোলেন ব্যান্ড অ্যাডভার্ব। ৬ বছর পর তারা প্রকাশ করে তাদের প্রথম গান ‘কতদূর’। ব্যান্ডটির আরও কিছু গান ‘অবসাদ’ ও ‘কে তোমাকে বাসবে ভালো’ শুনেছেন শ্রোতারা।
ব্যান্ডটি তাদের ‘পূর্বাপর’ অ্যালবামের চতুর্থ গান প্রকাশ করতে যাচ্ছে। গানের শিরোনাম ‘যেখানেই যাচ্ছি থেমে’। গানটির দৈর্ঘ্য ৮ মিনিট। এরই মধ্যে গানটির প্রচারণার শুরু হয়েছে।
ব্যান্ডের গিটারিস্ট রেক্স বলেন, ‘আমরা আমাদের নতুন গানের রের্কডিং শেষ করেছি। হয়ে গেছে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে ২৯ অক্টোবর।’
ব্যান্ডের ভোকাল প্রান্ত জানান, অ্যাডভার্ব শ্রোতাদের ভালোবাসায় সিক্ত। তাই ভালো করার দায়িত্বটাও অনেক বেশি। করোনা ও নানা ঝামেলার কারণে চতুর্থ গান রিলিজের সময় পরিবর্তন হচ্ছিল। আরও কিছু এক্টিভিটিস আসবে গানটি প্রকাশের আগে।
ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন, তুহিন পন্ডিত (বেজিস্ট), সোহাগ (ড্রামার), আব্বাসী লিংকন (গিটারিস্ট)।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাংলাদেশি রক মিউজিক পশ্চিম বাংলায় বেশ জনপ্রিয়। ওপার বাংলায় জেমস, মাইলস, এলআরবি, হালের ওয়ারফেজ ও অন্যান্য ব্যান্ডের মতো অ্যাডভার্বও ছড়িয়ে পড়েছে তাদের গানে নিয়ে। আরও ভালো ভালো গান উপহার দেয়াই ব্যান্ড অ্যাডভার্বের ভবিষ্যৎ পরিকল্পনা।