বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাম্প্রদায়িক সহিংসতায় জয়ার কালো ব্যাজ

  •    
  • ১৮ অক্টোবর, ২০২১ ১৪:৩২

জয়া ফেসবুকে লিখেছেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না/ এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না/ এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না/ এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দুর্গাপূজা কাটিয়েছেন কলকাতায়। তার আগে তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। যারা তার ফেসবুক নিয়মিত ফলো করেন, এসব তথ্য তারা নিশ্চয়ই জানেন।

সেই সঙ্গে এটিও জানেন যে, জয়া বরাবরই দেশ-বিদেশের চলতি ইস্যু নিয়ে খুবই সচেতন এবং সে বিষয়গুলো নিয়ে নিয়মিতই লেখেন ফেসবুকে।

কিছুদিন আগেই তো ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননা পেয়েছেন এ অভিনেত্রী। পরিবেশ নিয়েও সোচ্চার জয়া।

অসাম্প্রদায়িকতার পক্ষেও সব সময় সরব জয়া। নিজের দেশের পাশাপাশি কলকাতায়ও তিনি আবাস গেড়েছেন এবং নিজের গুণে সেখানকার মানুষের মনও জয় করে নিয়েছেন।

ঈদ-পূজা-বড়দিন সমানভাবে উদযাপন করেন জয়া। বিশেষ দিনগুলোতে থাকে তার আলাদা পরিকল্পনা। তার সাজসজ্জা, খাবার নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ পায় সাক্ষাৎকার।

এই অসাম্প্রদায়িক মানুষ তার নিজ দেশে সাস্প্রদায়িক সহিংসতার ঘটনায় কালো ব্যাজ ধারণ করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের পুরোটা শোকের রং কালো করে দিয়েছেন তিনি।

সেই সঙ্গে রংপুরের ঘটনায় অভিব্যক্তি প্রকাশ করেছেন নবারুন ভট্টাচার্যের কবিতার লাইন দিয়ে।

জয়া লিখেছেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না/ এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না/ এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না/ এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’

এই লাইনগুলোর নিচে জয়া ‘রংপুর’ লিখে এবং ছবি পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন, কোন প্রসঙ্গে কথাগুলো বলেছেন তিনি।

এ বিভাগের আরো খবর