কয়েদি নম্বর ৭৮৬, বীর জারা সিনেমায় এটাই হয়ে দাঁড়িয়েছিল শাহরুখ খানের পরিচয়। পর্দায় শাহরুখের মুখে ‘মেয় কয়েদি নম্বর ৭৮৬…’ ডায়লগ শুনে চোখের কোণ ভিজেছিল ভক্ত-অনুরাগীদের। আজও চোখের কোণে জল শাহরুখ ভক্তদের। তবে তার ছেলে আরিয়ানের জন্য।
মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান খানের পরিচয় এখন ‘কয়েদি নম্বর ৯৫৬’। তবে তা বাস্তবে।
বৃহস্পতিবারও জামিন পাননি আরিয়ান। ২০ অক্টোবর পর্যন্ত জামিন শুনানি স্থগিত রেখেছেন আদালত। ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে তার।
বৃহস্পতিবার জেলে কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে আরিয়ানসহ তার সঙ্গীদের।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কোভিড রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে জেলের মূল ব্যারাকে নিয়ে যাওয়া হয়। মূল জেলে স্থানান্তরিত করার পর কয়েদিদের নির্দিষ্ট নম্বর দেয়া হয়েছে। আর সেখানেই আরিয়ানের পরিচয় ‘কয়েদি নম্বর ৯৫৬’। তবে এখনও জেলের পোশাক দেয়া হয়নি তাকে।
সেই প্রতিবেদনে বলা হয়েছে, জেলের সুপারিন্টেডেন্ট নীতিন ওয়েচাল জানিয়েছেন, শাহরুখ-গৌরীর পাঠানো ৪,৫০০ রুপির মানি অর্ডার পেয়েছেন আরিয়ান। জেলে থাকাকালীন পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ এ পরিমাণ রুপিই প্রতি মাসে পেতে পারেন যেকোনো অভিযুক্ত বা আসামি।
জেলের ভেতরে হাত খরচের জন্য মেলে এই রুপি। তা দিয়ে জেলের ক্যান্টিন থেকে কেক, বিস্কুটসহ প্রয়োজনীয় শুকনো খাবার কিনতে পারবেন আরিয়ান।
শুক্রবার থেকে নবরাত্রি উপলক্ষ্যে বন্ধ থাকবে মুম্বাই হাইকোর্টসহ মহারাষ্ট্রের সব আদালতের কার্যক্রম। আগামী বুধবার ফের শুরু হবে আদালতের কাজ।
সেইদিন আরিয়ানের জামিন আবেদনের রায় ঘোষণা করবে আদালত। ততদিন পর্যন্ত ‘কয়েদি নম্বর ৯৫৬’ হিসাবেই কাটবে শাহরুখপুত্রের দিন।