মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জেলে যেতে হবে নাকি জামিন পাবেন, তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতার ভক্তরা।
আদালতে বৃহস্পতিবারও জারি রয়েছে আরিয়ান খানের জামিনের শুনানি। আজকের এই শুনানির দিকেই চোখ সবার।
এর আগে গতকাল দীর্ঘ সময় ধরে আরিয়ানের আর্জি শোনার পর বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি করা হয় জামিন শুনানি।
আজ আবারও চলছে আরিয়ানসহ তার সঙ্গে গ্রেপ্তার মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের জামিন আবেদনের শুনানি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আজ জামিন মঞ্জুর না হলে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন শাহরুখপুত্র।
শুক্রবার থেকে নবরাত্রি উপলক্ষ্যে বন্ধ থাকবে মুম্বাই হাইকোর্টসহ মহারাষ্ট্রের সব আদালতের কার্যক্রম। আগামী মঙ্গলবারের পর ফের শুরু হবে কোর্টের কাজ।
গত ৩ অক্টোবর মধ্যরাতে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে আরিয়ানকে আটক ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এনসিবি অফিসে। এরপর বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।