বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেমায় চুক্তিবদ্ধ মিথিলা-নাঈম

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ১৬:৩২

অরুণ চৌধুরী এর আগে নিউজবাংলাকে জানিয়েছিলেন, নদী ও নারীর গল্প নিয়েই সিনেমার গল্প। গ্রামীণ প্রেক্ষাপটে হবে পুরো সিনেমা। এর গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

দেশে অমানুষ সিনেমার পর কলকাতার সিনেমায় অভিনয়ে যুক্ত হন অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রাশিদ মিথিলা। এবার জানা গেল দেশের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

গত চার মাস মিথিলা ছিলেন কলকাতায়। সম্প্রতি এসেছেন দেশে। আর দেশে এসেই তিনি চুক্তিবদ্ধ হয়েছেন অরুণ চৌধুরীর সিনেমায়। এর নাম জলে জ্বলে তারা।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই।

তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামীকাল (বৃহস্পতিবার) থেকেই শুটিং শুরু। দৃশ্যধারণ হবে চাঁদপুরে। ১০ দিনের মতো সেখানেই থাকব।’

সিনেমায় আরও আছেন ছোট পর্দার পরিচিত মুখ এফ এস নাঈম। ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, মোস্তাফিজুর নূর ইমরানকে দেখা যাবে এই সিনেমায়।

সিনেমার নাম প্রথমে ছিল জলে জ্বলে। সেটি পরিবর্তন করে রাখা হয়েছে জলে জ্বলে তারা।

পরিচালক অরুণ চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘সিনেমা চার দিনের শুটিং হয়ে গেছে। সেখানে আমরা মিথিলার ছোটবেলার দৃশ্যধারণ করেছি। এখন আবার সেই স্পটেই যাচ্ছি বাকি শুটিং করতে।’

অরুণ চৌধুরী এর আগে নিউজবাংলাকে জানিয়েছিলেন, নদী ও নারীর গল্প নিয়েই সিনেমার গল্প। গ্রামীণ প্রেক্ষাপটে হবে পুরো সিনেমা। এর গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত।

এ বিভাগের আরো খবর