‘মানিকে মাগে হিতে’ শিরোনামের এক গান গেয়ে গত দুই মাসে উপমহাদেশে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠেছেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’ সিলভা।
এবার সেই জনপ্রিয় গানটি তিনি গাইতে শেখালেন বলিউড সুপারস্টার সালমান খানকে।
গত সপ্তাহে শুরু হয়েছে সালমানের সঞ্চালনায় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৫তম সিজন। সেখানেই হাজির হয়েছিলেন ইয়োহানি। আর বিগ বসের সেই মঞ্চেই সালমানকে গাইতে শেখালেন ‘মানিকে মাগে হিতে’ গানটি।
ইয়োহানির সঙ্গে গানটি গাইতে গাইতে শ্রীদেবীর নামও উচ্চারণ করে ফেলেন সালমান। আর তা শুনে হেসে অস্থির গায়িকা।
বিগ বসের এই দৃশ্যের প্রমোশন দেখে ইয়োহানি ও সালমানের ভক্তরা যে ব্যাপক মজা পেয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।
এরই মাঝে বলিউড সিনেমায়ও গান গেয়েছেন শ্রীলঙ্কান এই গায়িকা। গত ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া সিদ্দাত সিনেমার টাইটেল ট্র্যাকের গানটি গেয়েছেন তিনি।
সম্প্রতি ভারতের দুই কনসার্টে যোগ দিয়েছিলেন ইয়োহানি। ৩০ সেপ্টেম্বর দেশটির হরিয়ানার গুরুগ্রামে ও ৩ অক্টোবর হায়দরাবাদে সেই দুই কনসার্টে পারফর্ম করেন গায়িকা। আর সেখান থেকেই তাকে নিয়ে এসে বিগ বসের মঞ্চে হাজির করেন সালমান।