হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে শনিবার বিকেল, অস্তিত্বসংকট নিয়ে নো ল্যান্ডস ম্যান, কর্মক্ষেত্রে নারীর প্রতি হয়রানিমূলক আচরণ নিয়ে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান- গত কয়েক বছরে মোস্তফা সরয়ার ফারুকীর কয়েকটি সিনেমা।
এসব সিনেমার প্রত্যেকটির প্রেক্ষাপট-বিষয়বস্তু আলাদা। নানা জটিল বিষয় নিয়ে সিনেমা হলেও ফারুকীর নির্মাণে প্রেমের গল্প উপেক্ষিত অনেক দিন।
তাই এবার ফারুকীর ইচ্ছা প্রেমের গল্প নিয়ে কাজ করার। ইচ্ছার কথা জানিয়ে ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আই থিংক আই অ্যাম ভেরি ক্লোজ টু মেকিং প্রেমের গল্প! বহু বছর এই বিষয় নিয়ে ওইভাবে কাজ করি নাই! অচিরেই একটা হোক, নাকি?’
এমন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, ‘হোক’, ‘হয়ে যাক তবে’, ‘ভাই, আমি প্রেমের অভিনয়ে প্রসিদ্ধ’, ‘আজ থেকে অপেক্ষা শুরু’, ‘অফ কোর্স বিগ ব্রো।’
তবে এ বিষয়ে এখনও কোনো কথা বলতে চান না ফারুকী। নিউজবাংলাকে তিনি বলেন, ‘এটি এখন চিত্রনাট্য পর্যায়ে আছে। তাই কিছুই বলা যাচ্ছে না।’
এটা কি ওটিটির কনটেন্ট, নাকি সিনেমা, না অন্য কিছু, জানতে চাইলে ফারুকী বলেন, ‘দেখা যাক কী হয়।’
৬ অক্টোবর থেকে শুরু হয়েছে বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। আসরের কিম জিসেওক অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে ফারুকীর সিনেমা নো ল্যান্ডস ম্যান।