বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পর্দায় পদ্মাপারের জীবনগাথা

  •    
  • ৮ অক্টোবর, ২০২১ ১২:২৩

পরিচালক নিউজবাংলাকে বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, সিনেমা শুধু বিনোদনের জন্য না। সিনেমা অনেক ভাবনার দ্বার খুলে দিতে পারে। সেই জায়গায় আমি নক করতে চেয়েছি। আর আমি কোনো মতামত দেয়ার পক্ষে না। আমি একটা ওপেন এন্ডিং রাখতে চেয়েছি; দর্শক যে যার মতো করে ভেবে নেবে।’

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা পদ্মাপুরাণ। এটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। পদ্মাপারের জীবন, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি উঠে আসবে সিনেমায়।

রাজধানীসহ নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মুক্তি পেয়েছে সিনেমাটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, শ্যামলী সিনেমাস, যমুনা ব্লকবাস্টার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমায় দর্শকরা পদ্মাপুরাণ দেখতে পারবেন।

পরিচালক নিউজবাংলাকে বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, সিনেমা শুধু বিনোদনের জন্য না। সিনেমা অনেক ভাবনার দ্বার খুলে দিতে পারে। সেই জায়গায় আমি নক করতে চেয়েছি। আর আমি কোনো মতামত দেয়ার পক্ষে না। আমি একটা ওপেন এন্ডিং রাখতে চেয়েছি; দর্শক যে যার মতো করে ভেবে নেবে।’

পদ্মা পারের জীবন নিয়ে ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাস আছে, সেখান থেকে সিনেমাও হয়েছে। পদ্মাপুরাণ কি প্রচ্ছন্নভাবে সেই চরিত্রগুলোকে মনে করিয়ে দিতে পারবে কি না জানতে চাইলে পরিচালক জানান, যারা ‘পদ্মা নদীর মাঝি’ পড়েছেন বা সিনেমাটি দেখেছেন, তারা কুবের, কপিলা, মালাকে প্রচ্ছন্নভাবে খুঁজে পাবেন।

রাশিদ পলাশ বলেন, ‘পদ্মা নদীর মাঝি উপন্যাস বা সিনেমার প্রেক্ষাপট আগের হলেও পদ্মা পারের শাশ্বত কিছু বিষয় আছে, যা যুগে যুগে একই রকম থাকবে। তাই সেখানে বারবার কুবের, কপিলা বা মালার উপস্থিতি থাকবে। তাদের জীবনাচরণে পরিবর্তন আসবে কিন্তু সেই দুঃখ-কষ্ট বা সামান্য আনন্দের খোঁজ পাওয়া যাবে চরিত্রগুলোর মধ্য দিয়ে।’

রায়হান শশীর চিত্রনাট্যে সিনেমায় অভিনয় করেছেন শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, সাদিয়া মাহি, প্রসূন আজাদ, কায়েস চৌধুরীসহ অনেকে।

এ বিভাগের আরো খবর