মাদক কাণ্ডে গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মাদক কাণ্ডে গত রোববার আরিয়ানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আরিয়ান খানকে ১১ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখতে আদালতে আবেদন করে এনসিবি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয় আরিয়ানকে। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, এদিন আদালতে এনসিবি দাবি করে আরিয়ানের কাছে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তারা, যা এ মামলায় নতুন মোড় এনেছে।
তাই আরিয়ানের কাছ থেকে আরও তথ্য পেতে ১১ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতের রাখার আবেদন করে এনসিবি।
অন্যদিকে আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে।
তবে দুই আবেদনই খারিজ করে আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইতোমধ্যেই এই মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে এনসিবি।