সিনেমাপ্রেমীদের অপেক্ষা শেষ হচ্ছে। আর এদের মধ্যে যারা জেমস বন্ড ভক্ত, তাদের আনন্দের যেন শেষ নেই। কারণ ঢাকায় এসে গেছে জেমস বন্ড।
শুক্রবার থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় দেখা যাবে জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা নো টাইম টু ডাই।
এটি বন্ড সিরিজের ২৫তম সিনেমা এবং অভিনেতা ডেনিয়েল ক্রেগের বন্ড চরিত্রে শেষ সিনেমা।
করোনার কারণে বারবার পেছাচ্ছিল সিনেমাটির মুক্তি। পরে ২৮ সেপ্টেম্বর রয়েল অ্যালবার্ট হলে, ৩০ সেপ্টেম্বর ইউনাইটেড কিংডমে মুক্তি পায় সিনেমাটি।
৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নো টাইম টু ডাই। রাজধানীর বসুন্ধরা সিটির ৫টি প্রেক্ষাগৃহে ৮টি শো, ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৩টি প্রেক্ষাগৃহে ৫টি শো, মহাখালীর এসকেএস টাওয়ারের ২টি হলে ৬টি শো এবং মিরপুরের সনি স্কয়ারের ৩টি হলে ৫টি শো রাখা হয়েছে সিনেমাটির।
এ সিনেমা প্রদর্শনের মাধ্যমে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের মিরপুর শাখা সনি স্কয়ার।
নো টাইম টু ডাই সিনেমাটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। ড্যানিয়েল ক্রেগ ছাড়াও এতে অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ।
সিনেমায় লাশানা লিঞ্চকে দেখা যাবে ০০৭ কোডধারীর ভূমিকায়।