মাদক কাণ্ডে গত রোববার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
গত সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আরিয়ান খানকে ১১ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখতে আদালতে আবেদন করে এনসিবি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
একই সঙ্গে গ্রেপ্তার আরিয়ানের দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও হেফাজতে নেয় এনসিবি।
একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, বৃহস্পতিবার জামিন পেতে পারেন আরিয়ান, কিন্তু ঘটনায় নতুন মোড় দেখা যাওয়ায় বিষয়টি আটকে যেতে পারে।
আরিয়ান ও আরবাজ মার্চেন্টের বাড়ির কাছাকাছি থেকে বুধবার রাতে আরও চার মাদক পাচারকারীকে আটক করে এনসিবি।
আটক চারজনের মধ্যে এক বিদেশি রয়েছেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক মেফেড্রন।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেই বিদেশি মাদক পাচারকারীকে আটকের পরই মাদককাণ্ডে এসেছে নতুন মোড়। জিজ্ঞাসাবাদের জন্য আরও বেশি দিন আরিয়ানকে হেফাজতে নেয়ার আবেদন জানাতে পারে এনসিবি।
আদালতে এরই মধ্যে জামিনের আবেদন করেছেন আরবাজ মার্চেন্ট, কিন্তু তিনি জামিন পাবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে বিদেশি মাদকপাচারকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনসিবি।