মাদক কাণ্ডে গ্রেপ্তারের পর জামিন পাননি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত তাকে থাকতে হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) হেফাজতে।
আজ জামিন শোনানির কথা রয়েছে। আরিয়ান জামিন পাবেন কি না, সেদিকে এখন তাকিয়ে সবাই।
এ অবস্থায় শাহরুখের আসন্ন সিনেমা পাঠান-এর শুটিং স্থগিত করল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।
১০ অক্টোবর থেকে স্পেনে শুরু হওয়ার কথা ছিল সিনেমার দ্বিতীয় পর্বের শুটিং। ওই দিন স্পেনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল পাঠান-এর পুরো টিমের।
সামনের বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। আর এ সিনেমার আরেক মুখ্য চরিত্রে আছেন জন আব্রাহাম।
সবশেষ ২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখের জিরো সিনেমা। সে সময় বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এটি।
পরে সিনেমা থেকে দীর্ঘ বিরতি নেন অভিনেতা। অবশেষেপাঠান দিয়ে কামব্যাক করছেন কিং খান।