বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিভোর্স লেটার পেয়েছি, বিচলিত নই: নোবেল

  •    
  • ৬ অক্টোবর, ২০২১ ১৬:৫৫

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর করিনি, করব না। এটা তিন মাস পর নিজ থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই।’

কণ্ঠশিল্পী নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনা তৈরি হয়েছে। মানসিকভাবে যদিও দুজনেই বিচ্ছেদকে সমর্থন করছেন কিন্তু আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ হতে আরও কিছু সময় লাগবে।

কণ্ঠশিল্পী নোবেলকে তালাকনামা পাঠিয়েছেন তার স্ত্রী সালসাবিল।

সালসাবিল নিউজবাংলাকে বলেন, ‘আমি ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকনামা পাঠিয়েছি। তিনি তা স্বাক্ষর করেছেন কি না জানি না। তবে যদি স্বাক্ষর না করেন তাহলে তালাকনামা পাঠানোর তিন মাস পর এটা কার্যকর হবে।’

তালাকনামা পেয়েছেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নোবেল।

◙ বিনোদনের সব খবর জানতে জয়েন করুন বিনোদন Buzz | NB গ্রুপে ◙

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমি তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর করিনি, করব না। এটা তিন মাস পর নিজ থেকেই কার্যকর হবে। বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই।’

মঙ্গলবার দুপুরে নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে স্ট্যাটাস দেন। এর পরই মূলত সালসাবিলের কাছ থেকে নোবেলকে তালাকনামা পাঠানোর বিষয়টি সবার সামনে আসে।

সালসাবিলও একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুক পেজে। তিনি লিখেছেন, ‘যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেয়া হয়েছে কি না, তা আমি এখনও জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।’

এ বিভাগের আরো খবর