বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাহরুখপুত্রের সাদামাটা হাজতবাস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ অক্টোবর, ২০২১ ২০:৩১

বাড়ি থেকে খাবার আনাতে আদালতের বিশেষ অনুমতি প্রয়োজন হয়। সেই অনুমতির জন্য কোনো আবেদন করেনি শাহরুখ খান। তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাটা খাবারই খাচ্ছেন আরিয়ান।

বলিউড বাদশাহর ছেলে বলে কথা; তাও আবার বড় ছেলে। আরিয়ান খান জন্মেছেন সোনার চামচ মুখে নিয়ে। বাবা বিশ্বের অন্যতম ধনী; প্রাসাদের মতো বাড়ি, বিদেশে পড়াশোনা। সব রাজকীয় ব্যাপার-স্যাপার।

কিন্তু রাজকীয় ভাবটা বদলে গেছে এক রাতেই। প্রমোদতরীতে পার্টিতে অংশ নিয়ে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছেন আরিয়ান। জিজ্ঞাসাবাদ শেষে এখন আরিয়ান আছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাজতে।

আপাতত সেই ছোট, বদ্ধ কক্ষেই দিন কাটছে আরিয়ানের; কাটাতে হবে আরও কিছু দিন।

এনসিবির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তদন্তে সাহায্য করছেন শাহরুখ পুত্র আরিয়ান। সব প্রশ্নেরই উত্তর দিচ্ছেন। যা করেছেন, তার জন্য প্রকাশ করেছেন অনুশোচনাও।

তারকার সন্তান হলেও কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না তিনি। সাধারণ আরও পাঁচজন অভিযুক্তের মতোই রাখা হয়েছে আরিয়ানকে। এনসিবির মেসে তৈরি খাবার খাচ্ছেন বলিউড বাদশার পুত্র।

বাড়ি থেকে খাবার আনাতে আদালতের বিশেষ অনুমতি প্রয়োজন হয়। সেই অনুমতির জন্য কোনো আবেদন করেননি শাহরুখ খান। তাই বাকি অভিযুক্তদের সঙ্গে সাদামাটা খাবারই খাচ্ছেন আরিয়ান।

এরই মধ্যে এনসিবিকে চার পাতার একটি বিবৃতি নিজের হাতে লিখে দিয়েছেন আরিয়ান। মঙ্গলবার তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের রাতে যে তল্লাশি করতে হয়, সে কাজে থাকতে পারেন শাহরুখ পুত্র।

অন্যদিকে এ মাদককাণ্ডে জড়িত আবদুল কাদের শেখ, শ্রেয়স নায়ার, মনীশ দারিয়া এবং অভিন শাহুকে ১১ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে রাখা হবে। প্রমোদতরীতে পার্টির আয়োজক সংস্থার আরও চারজনকে গ্রেপ্তার করেছে এনসিবি।

এ বিভাগের আরো খবর