বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মাদক কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে।
এর আগে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে শনিবার মধ্যরাতে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) তাকে আটক করে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এনসিবি অফিসে।
এনসিবির বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, মাদক নেয়ার কথা স্বীকার করেছেন আরিয়ান। তার ফোন জব্দ ও স্ক্যান করা হয়েছে।
সেই সঙ্গে খতিয়ে দেখা হয়েছে শেষ কয়েক দিন কার কার সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে কথা বলেছেন আরিয়ান।
আরিয়ান খান ছাড়াও তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জেসওয়াল, বিক্রান্ত ছোকার ও গোমিত চোপড়াকে গ্রেপ্তার করা হয়েছে।
রেভ পার্টির সেই অভিযানের সময় কোকেন, হাশিশ ও এমডিএমএসহ অবৈধ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেন এনসিবি কর্মকর্তারা।
এরই মধ্যেই ছেলের জন্য খ্যাতিমান আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ নিয়োগ দিয়েছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা এনসিবির দপ্তরে পৌঁছে গেছেন।