বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে শনিবার মধ্যরাতে তাকে আটক করা হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এনসিবি অফিসে।
এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি।
জাহাজে চলা যে পার্টিতে শনিবার রাতে এনসিবি হানা দেয়, সেখান থেকে আরিয়ানসহ সাত থেকে আটজনকে আটক করা হয়।
জাহাজটি মুম্বাই উপকূল ছেড়ে মাঝসমুদ্রে পৌঁছানোর পর রেভ পার্টি শুরু হয়েছিল। এরপর জাহাজে উপস্থিত এনসিবি কর্মকর্তারা বেশ কয়েকজনকে আটক করেন, যাদের প্রকাশ্যে অবৈধ মাদক সেবন করতে দেখা যায়।
রেভ পার্টির সেই অভিযানের সময় কোকেন, হাশিশ ও এমডিএমএসহ অবৈধ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করে এনসিবি কর্মকর্তারা।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদক নিয়ে সক্রিয় তৎপরতা দেখা যায় এনসিবির। অনেকেরই নাম জড়িয়েছে মাদকের মামলায়।
অনেক দিন কারা হেফাজতে ছিলেন রিয়া চক্রবর্তী। এখন দেখার পালা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় কি না আরিয়ানকে।