তিনি কারও কাছে গুরু, কারও কাছে নগর বাউল। পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। তুমুল জনপ্রিয় এ রকস্টারের জন্মদিন আজ শনিবার।
বিশেষ দিনটিতে জেমসকে উৎসর্গ করে তারই একটি গান গেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আর তার সঙ্গে গিটার বাজিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
জেমসের জন্মদিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন অপূর্ব। তার ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, নগর বাউল জেমস ভাই।’
ভিডিওতে দেখা যাচ্ছে, অপূর্ব গাইছেন জেমসের ‘যদি কখনো ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না’ গানটি। তার সঙ্গে গিটার বাজাচ্ছেন নিশো।
গান শুরু করার আগে অপূর্ব-নিশো সমস্বরে বললেন, ‘গানটি জেমস ভাইকে উৎসর্গ করে।’
অপূর্ব-নিশোর যৌথ এ পরিবেশনা দেখে মুগ্ধ দুই অভিনেতা ও জেমসের ভক্তরা। আর অপূর্বের সেই পোস্টের কমেন্ট বক্সে জেমসকে শুভেচ্ছায় সিক্ত করছেন ভক্তরা।
অপূর্ব-নিশোর গানের এ ভিডিওটি ২০১৯ সালে সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সে সময়ও বেশ সাড়া ফেলেছিল এটি।
এ বছর ৫৮তে পা রাখলেন জেমস। ১৯৬৪ সালে নওগাঁ জেলায় তার জন্ম। বেড়ে ওঠার পাশাপাশি সংগীতে হাতেখড়ি চট্টগ্রামে।
সংগীতের জন্য ঘর ছেড়ে পালিয়ে যান চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখান থেকেই তার মূল ক্যারিয়ার শুরু।
১৯৮০ সালে ‘ফিলিংস’ নামে ব্যান্ড দল গড়েন জেমস। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ হয়।
এরপর জেমস ভক্তদের উপহার দিয়েছেন ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অফ ফিলিংস’, দুষ্টু ছেলের দল’-এর মতো তুমুল জনপ্রিয় সব অ্যালবাম।