বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দর্শকের কাছে বুবলীর অনুরোধ

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৩

উত্তরে বুবলী বলেন, ‘আমার কাছে এর মধ্যে অনেকগুলো সিনেমার অফার এসেছে কিন্তু আমি সেই সব চিন্তা করেই সব সিনেমায় অভিনয় করিনি। বিষয়টা নিয়ে আমিও সচেতন আছি।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বুবলী। দেড় বছর পর মুক্তি পাচ্ছে তার অভিনীত কোনো সিনেমা। স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত তিনি। সিনেমাটির নাম চোখ। ১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

উচ্ছ্বসিত বুবলী বলেন, ‘আমরা এতদিন ঘরে ছিলাম। এটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন আবার প্রেক্ষাগৃহ খুলছে, বেশ কিছু সিনেমা মুক্তির ঘোষণা এসেছে, এটা অনেক আনন্দের বিষয়। আমার সিনেমাও মুক্তি পাচ্ছে, দেড় বছর পরে দর্শকরা আমাকে দেখবে, খুব ভালো লাগছে।’

দর্শকের প্রেক্ষাগৃহে আসা না আসার বিষয়টি এখনই গুরুত্বপূর্ণ মনে করছেন না বুবলী। দর্শকরা জানতে পারছেন যে প্রেক্ষাগৃহ খুলেছে, সিনেমা মুক্তি পাচ্ছে, চাইলেই এখন নতুন নতুন সিনেমা দেখা যাবে, এটাই বুবলীর কাছে সবচেয়ে আনন্দের।

তিনি চান, ধীরে ধীরে দর্শকরা সিনেমা হলে আসুক।

আসিফ ইকবাল জুয়েল পরিচালিত চোখ সিনেমাতে আরও অভিনয় করেছেন নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিম। থ্রিলার রোমান্টিক ঘরানার সিনেমা এটি। আছে কিছুটা ভৌতিক ব্যাপারও।

বুবলী বলেন, ‘এখন নানা রকম সিনেমা হচ্ছে, গল্প লেখা হচ্ছে। এই থ্রিল ব্যাপারটা সময়ের দাবি। তাছাড়া প্রেমের গল্প দেখতে দেখতে অনেকের একঘেয়ে লাগতে পারে।’

গানে এমন কথা আছে যে, ‘চোখ যে মনের কথা বলে’। অনেকে কথায় বলেন ‘চোখ কখনও মিথ্যা বলে না’। এমন নানা বহিঃপ্রকাশের সঙ্গে চোখের যোগাযোগ রয়েছে।

চোখ সিনেমায় কিসের যোগাযোগ থাকবে জানতে চাইলে বুবলী বলেন, ‘চোখের তো আসলে অনেক কিছুরই বহিঃপ্রকাশ হয়, কিন্তু আসল চোখ দিয়ে আমরা ভালোবাসাটাই দেখি সবার আগে। একটি মানুষ কী বলছে, সে কি সুখের কথা বলছে না দুঃখের কথা বলছে, না প্রেমের কথা বলছে এমন সবকিছুর বহিঃপ্রকাশ নিয়েই চোখ সিনেমাটি।’

শাকিব ছাড়া বুবলীর প্রথম সিনেমা ক্যাসিনো, দ্বিতীয় সিনেমা চোখ। দ্বিতীয় সিনেমাটাই প্রথম মুক্তি পাচ্ছে। এ ব্যাপারে বুবলী জানান, ভক্ত-দর্শকদের অনেকেই চেয়েছিলেন বুবলী যেন অন্য নায়কদের সঙ্গেও কাজ করেন। দর্শকদের সেই চাওয়া বুবলী পূরণ করেছেন।

কিন্তু সব সময় শাকিব খানের সঙ্গে দেখা বুবলীকে যদি তার ভক্তরা জানান যে আগের সিনেমার মতো বুবলীকে তার নতুন সিনেমায় উপস্থাপন করা হচ্ছে না বা নতুন সিনেমাগুলো সেই মানের হচ্ছে না, সে ক্ষেত্রে বুবলী কী করবেন?

উত্তরে বুবলী বলেন, ‘আমার কাছে এর মধ্যে অনেকগুলো সিনেমার অফার এসেছে কিন্তু আমি সেইসব চিন্তা করেই সব সিনেমায় অভিনয় করিনি। বিষয়টা নিয়ে আমিও সচেতন আছি।’

দর্শক-ভক্তদের উদ্দেশে বুবলী বলেন, ‘আমার ভক্ত ও দর্শকদের অনুরোধ করব, এখন আমাদের বাজেটটা একটু সীমিত। সবাইকে এটা মানতে হবে। অর্থনৈতিকভাবে সবাই একটা বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যেই যারা সিনেমায় বিনিয়োগ করছেন তাদের ধন্যবাদ। তারা অল্প হলেও বিনিয়োগ করছেন, না করলে তো কাজটা বন্ধ থাকত।’

এ বিভাগের আরো খবর