দারুণ এক সমস্যায় অভিনেতা মোশাররফ করিম। সামনে তার পরিবার ও ন্যায়বিচার। এ দুটি বিষয় থেকে যেকোনো একটি বেছে নিতে হবে তার। কোনটি তিনি বেছে নেবেন তা দেখা যাবে ওয়েব কনটেন্ট দ্য ব্রোকার এ।
দ্য ব্রোকার ৪৫ মিনিট দৈর্ঘ্যের একটি ওয়েব কনটেন্ট। এটি মুক্তি পাবে জি-ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে। কনটেন্টটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে কাজটি শেষ করেছি। এখন শুধু মুক্তির অপেক্ষা। আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’
কনটেন্টে মোশাররফ করিম অভিনয় করেছেন একজন ব্রোকারের চরিত্রে। তবে এই ব্রোকার শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত না। এখানে মোশাররফ করিমকে দেখা যাবে বাসাবাড়ি পরিবর্তন থেকে শুরু করে এ বিষয়ক সব ধরনের কাজ করতে।
এ প্রসঙ্গে হায়াত মাহমুদ বলেন, ‘গল্পটি যেখানে শুরু হয়, শেষ হয় একদম অন্য একটি প্রেক্ষাপটে গিয়ে। এই গল্পকে একটি সাইকোলজিক্যাল গল্প বলা যেতে পারে।’
মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেত্রী অর্শাসহ অনেকে। জি-ফাইভে এর আর মোশাররফ করিমের আরও একটি কনটেন্ট দেখা গিয়েছিল। দ্য ব্রোকারের মাধ্যমে দ্বিতীয়বার মোশাররফের কনটেন্ট দেখা যাবে ওটিটিতে।