বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘প্রস্তুতি ছিল না, আমি শুধু চরিত্রটি ফিল করেছি’

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪৩

প্রথম দিকে ইংরেজি সংলাপে সমস্যা হয়েছিল নওয়াজের। এ কথা নিজেই জানিয়ে নওয়াজ বলেন, ‘ফারুকী আমাকে সব সময় সাহায্য করেছে। একবার আমি চরিত্রের ছন্দ পেয়ে গেলে, আর কোনো সমস্য হয় না। সেখানে ভাষাও কোনো বাধা না।’

তাদের বন্ধুত্বের শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেটি আরও দৃঢ় হয় সিনেমার প্রতি তাদের ভালোবাসা এবং একে অপরের কাজের প্রতি শ্রদ্ধার মধ্য দিয়ে।

বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও বলিউডের নামকরা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী- একপর্যায়ে এ দুই সৃজনশীল মানুষের কাজ করাটা ছিল শুধু সময়ের অপেক্ষা।

সেই অপেক্ষা শেষ হয় এবং তাদের একসঙ্গে কাজ করার আগ্রহটা প্রকাশ পায় নো ল্যান্ডস ম্যান সিনেমার মধ্য দিয়ে।

ফারুকী ও তার সিনেমা নিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী শুরু করেন এভাবে, ‘তার (ফারুকীর) সিনেমাগুলো আকর্ষণীয়। শিল্প বা বাণিজ্যিক ধারার চলচ্চিত্র অথবা উৎসবকেন্দ্রিক- কোনো ফর্মে ফেলা যায় না।’

নিউ ইয়র্ক, সিডনিতে হয়েছে সিনেমার দৃশ্যধারণ। একজন পরিচয়সংকটে থাকা দক্ষিণ এশীয় ব্যক্তির গল্প নিয়েই নো ল্যান্ডস ম্যান। যিনি নিজের একটি জায়গা পেতে সংগ্রাম করছেন।

মোস্তফা সরয়ার ফারুকী ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

প্রথম কয়েক দিন নওয়াজের চরিত্রটি নিয়ে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নওয়াজ তার চরিত্র নিয়ে বলেন, ‘আমি কোথায়? নিজেকে প্রশ্ন করা একটি চরিত্র আমার। এটি এমন একটি প্রশ্ন, যে কারও মনে তা আসতে পারে। সিনেমার বিষয়টি এখনকার সময়ের খুবই প্রাসঙ্গিক। আমি এই চরিত্রের জন্য কোনো প্রস্তুতিই নিইনি। আমি শুধু চরিত্রটির অনুভূতি অনুভব করার চেষ্টা করেছি।’

প্রথম দিকে ইংরেজি সংলাপে সমস্যা হয়েছিল নওয়াজের। এ কথা নিজেই জানিয়ে নওয়াজ বলেন, ‘ফারুকী আমাকে সব সময় সাহায্য করেছে। একবার আমি চরিত্রের ছন্দ পেয়ে গেলে, আর কোনো সমস্য হয় না। সেখানে ভাষাও কোনো বাধা না।’

অভিনেতা জানিয়েছেন, গল্পের প্রয়োজনে ব্যঙ্গাত্মক আচরণ করা অপরিহার্য ছিল সিনেমায়।

নওয়াজ বলেন, ‘যদি একটি গল্প সহজ হয়, তাহলে আপনাকে অবশ্যই গল্পে নতুন মোড় এবং চমক যোগ করতে হবে। বিপরীতভাবে বললে, জটিল গল্পগুলোকে সহজ করতে হবে। এ কারণে আমাদের মনে হয়েছে যে সিনেমার বিষয়টিকে ব্যঙ্গাত্মকভাবে বা সহজভাবে বলা উচিত যাতে দর্শকরা এটি উপভোগ করতে পারেন এবং এর মূল বিষয়টা উপলব্ধি করতে পারেন।’

নো ল্যান্ডস ম্যান সিনেমার শিল্পী, কলাকুশলী, পরিচালক ও প্রযোজক। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সম্মানজনক বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কিম জিসেওক অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে নো ল্যান্ডস ম্যান। এ বিভাগে জায়গা করে নিয়েছে আরও ছয়টি সিনেমা।

এ নিয়ে সিদ্দিকী গর্বিত যে তার চলচ্চিত্রটি মর্যাদাপূর্ণ উৎসবে অপর্ণা সেনের দ্য রেপিস্ট এর সঙ্গে জায়গা করে নিয়েছে।

‘দ্য রেপিস্ট সিনেমায় অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল। শিডিউল জটিলতায় আমি এটা করতে পারিনি। অপর্ণা সেন একজন দুর্দান্ত পরিচালক; আমি নিশ্চিত যে এটি একটি ভালো চলচ্চিত্র।’ বলে শেষ করেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

এ বিভাগের আরো খবর