একেকটা লুক তৈরি করতে তার প্রায় ৬০ থেকে ৯০ মিনিট সময় লাগে। এই কাজটিকে তিনি একপ্রকার থেরাপি মনে করেন। যা তাকে মানসিক প্রশান্তি দেয়।
লানা ভ্যন ডেন হিউভেল একজন চিত্রকর। মুখটিই তার ক্যানভাস। ছবি আঁকার জন্য ক্যানভাসের পরিবর্তে তিনি ব্যবহার করেন নিজের চেহারা। আসলে চেহারাটাই তার ক্যানভাস। ছোটবেলা থেকে তিনি মেকআপ এবং ফেস পেইন্টিং ভালোবাসেন। সেই চর্চা বজায় রেখেছেন আজও।
একেকটা লুক তৈরি করতে তার ৬০ থেকে ৯০ মিনিট সময় লাগে। এই কাজটিকে তিনি একপ্রকার থেরাপি মনে করেন। যা তাকে মানসিক প্রশান্তি দেয়।
ছবি আঁকতে তিনি ব্যবহার করেন জলরং। তবে মাঝেমধ্যে তাকে গ্লিটারও ব্যবহার করতে দেখা যায়। তিনি বলেন, ‘এসব করতে গিয়ে মুখের ত্বকে কোনো সমস্যা হয় না। ছবি তৈরির পর তিনি সাধারণত বেশিক্ষণ রেখে দেন না। ছবি তোলার পরপরই ধুয়ে ফেলেন।’
লানা নেদারল্যান্ডে বাস করেন।