বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে দুই কনসার্টে ইয়োহানি

  •    
  • ২১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২২

ভারতে কনসার্ট প্রসঙ্গে ‘মানিকে মাগে হিতে’ খ্যাত এই গায়িকা বলেন, ‘ভারত থেকে এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আগামী কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড। ভারতে লাইভ পারফর্ম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

‘মানিকে মাগে হিতে’ শিরোনামের এক গান গেয়ে উপমহাদেশে সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে ওঠা শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’ সিলভা এবার ভারতের দুই কনসার্টের আমন্ত্রণ পেয়েছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের হরিয়ানার গুরুগ্রামে ও ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করবেন ইয়োহানি।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক খবরে বলা হয়েছে, জি লাইভের নতুন প্ল্যাটফর্ম ‘সুপারমুন হ্যাশট্যাগ নিউ ট্রেন্ডিং’-এর ব্যানারে হবে এই কনসার্ট দুটি। এমনকি ইয়োহানির দুই কনসার্ট দিয়েই যাত্রা শুরু হবে প্ল্যাটফর্মটির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়োহানি জানিয়েছেন, সুযোগ পেলে বলিউডে গান গাইতে চান তিনি। বলিউডে কাজ করার ইচ্ছা থেকেই হিন্দি ভাষাও শিখছেন তিনি।

ভারতের কনসার্ট করবেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’ সিলভা। ছবি: ইনস্টাগ্রাম

ভারতে কনসার্ট প্রসঙ্গে গায়িকা বলেন, ‘ভারত থেকে এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আগামী কনসার্ট নিয়ে আমি খুবই এক্সাইটেড। ভারতে লাইভ পারফর্ম করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

‘মানিকে মাগে হিতে’ খ্যাত শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’ সিলভা কনসার্ট করবেন ভারতে। ছবি: ইনস্টাগ্রাম

ইয়োহানি নিজেই গান লেখেন, সুর করেন এবং কণ্ঠ দেন। শ্রীলঙ্কায় এখন তাকে ‘র‌্যাপ প্রিন্সেস’ বলা হচ্ছে।

যে গানটি দিয়ে ইয়োহানির জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, সেই ‘মানিকে মাগে হিতে’র ভিউ এই এখন ১১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। গানটি গত ২২ মে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন ইয়োহানি।

এ বিভাগের আরো খবর