পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপাড়ে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে পদ্মাপুরাণ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা রাশিদ পলাশ।
শনিবার রাত ৮টায় প্রকাশ পেল সিনেমাটির এক ঝলক। আগামী ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে নিউজবাংলাকে জানান নির্মাতা রাশিদ পলাশ।
তিনি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে আগামী ৮ অক্টোবর সারা দেশে সিনেমাটি মুক্তি দিচ্ছি আমরা। এর আগে প্রচারণার অংশ হিসেবে শনিবার রাত ৮টায় আমরা সিনেমাটির এক ঝলক প্রকাশ করলাম।’
পদ্মাপূরাণ সিনেমার দৃশ্যে প্রসূন আজাদ ও সুমিত সেনগুপ্ত। ছবি: সংগৃহীত
সিনেমাটির ৩৪ সেকেন্ডের এই ঝলক প্রকাশ করা হয়েছে পদ্মাপুরাণ-এর অফিশিয়াল ফেসবুক পেজে।
চলতি মাসের শুরুর দিকে সেন্সর ছাড়পত্র পায় পদ্মাপুরাণ। এর আগে গত মার্চে সিনেমাটির ‘নোনা’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই গানটি বেশ সাড়া ফেলে।
পদ্মাপূরাণ সিনেমার দৃশ্যে সুমিত সেনগুপ্ত, সাদিয়া মাহি ও প্রসূন আজাদ । ছবি: সংগৃহীত
পুণ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত পদ্মাপুরাণ সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন।