ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন এ অভিনেত্রী। বিয়ের পর নতুন স্বামীকে নিয়ে গিয়েছিলেন নিজ এলাকা রাজশাহীতে, ফিরেছেনও।
শুক্রবার শুটিংয়ে অংশ নেন মাহিয়া মাহি। এফডিসিতে করেছেন বুবুজান সিনেমার দৃশ্যধারণ। এসময় নতুন স্বামী রাকিবকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন মাহি।
শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি প্রকাশ করেন মাহি। যেখানে মাহিকে দেখা যায় বড় টেডি বিয়ার নিয়ে নানা ঢংয়ে ছবি তুলতে। ছবিগুলো তুলেছেন মাহির নতুন স্বামী রাকিব সরকার।
ফটো ক্রেডিটের কথা মাহি নিজেই জানিয়েছেন তার পোস্টের ক্যাপশনে। মাহি আরও লিখেছেন, ‘আমি অনেক খুশি গিফট পেয়ে কিন্তু ঘটনা হলো এটা ছবি তোলার কেমন স্টাইল।’
‘এটা ছবি তোলার কেমন স্টাইল’ কথাটি মাহি বলেছেন রাকিব সরকারকে। কারণ মাহির পোস্ট করা সাতটি ছবির একদম শেষ দুটি ছবিতে রাকিব সরকারকে দেখা গেছে মাহির ছবি তুলতে।
আর এই ছবি তোলার ভঙ্গি ছিল কিছুটা অদ্ভুত। মাহির পোস্ট করা ছবিতে দেখা যায়, মেঝেতে গড়াগড়ি খেয়ে মাহির ছবি তুলছেন রাকিব। এমন ভঙ্গি দেখেই মূলত মাহি তার ক্যাপশন লিখেছেন।
ছবির মন্তব্যের ঘরে রাকিব সরকার মাহিকে উদ্দেশ করে লিখেছেন, ‘তোমার খুশিতে আমি খুশি।’
মন্তব্যের ঘরে অন্য মন্তব্যগুলো পড়ে সহজেই ধারণা করা যায় যে রাকিবকে সবাই নতুন করে আবিষ্কার করলো ছবিগুলো দেখে।
রাকিব গাজীপুরের বাসিন্দা। সেখানে তিনি ব্যবসা করেন এবং রাজনীতির সঙ্গেও যুক্ত।