বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিনার, মম, খিজিরদের নতুন মিশন

  •    
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৫৮

সিনেমার নাম ওরা ৭ জন হওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে ৭ সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। যেমন- ৭ জন বীরশ্রেষ্ঠ, ৭ মার্চ। আমার সিনেমায় অনেক অভিনয়শিল্পী থাকলেও গল্পে ৭ জনের ভূমিকা বা ৭ জনের মাধ্যমে গল্পটি এগিয়ে যাবে।’

নতুন এক মিশনে নামছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম ও খিজির হায়াত খান। না, তারা এই তিনজনই শুধু নন, আরও আছেন।

তারা হলেন ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা শানু, তাসনিম তাসফি, জয় রাজ ও হামিদুর রহমান।

এরা সবাই মিলে নামবেন একটি মিশনে। যার নাম ওরা ৭ জন। এটি মূলত একটি সিনেমা। তবে সিনেমার মধ্যেই অভিনয়শিল্পীদের একটি মিশন নিয়ে এগোতে দেখা যাবে।

ওরা ৭ জন নির্মাতা-অভিনেতা খিজির হায়াত খানের নতুন সিনেমা। এর প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। শুক্রবার রাতে পরিচালক অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করেছেন।

খিজির হায়াত খান নিউজবাংলাকে বলেন, ‘আমরা ২৭ সেপ্টেম্বর থেকে দৃশ্য ধারণে যাচ্ছি। নভেম্বরে ফিরে আসব।’

সিনেমার দৃশ্য ধারণ হবে সিলেট অঞ্চলে। কারণ মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে ঘটে যাওয়া কিছু ঘটনা পরিচালক সিনেমায় তুলে আনতে চান বলে জানান।

ওরা ৭ জন সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

খিজির হায়াত বলেন, ‘এটি কোনো একজনের গল্প না। এটা কয়েকজনের গল্প একসঙ্গে করে ফিকশন করা হয়েছে।’

তিনি এও জানান, সিনেমাটি সম্পূর্ণ ১৯৭১ সালের গল্প হিসেবেই তুলে ধরা হবে। সেই সময়টি ফ্রেমে তুলে ধরতে হবে- এ জন্য কর্মযজ্ঞ আরও বেশি।

সিনেমার নাম ওরা ৭ জন হওয়ার কারণ ব্যাখ্যা করে খিজির হায়াত বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে ৭ সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ। যেমন- ৭ জন বীরশ্রেষ্ঠ, ৭ মার্চ। আমার সিনেমাতে অনেক অভিনয়শিল্পী থাকলেও ৭ জনের ভূমিকা বা ৭ জনের মাধ্যমে গল্পটি এগিয়ে যাবে।’

সিনেমায় চিকিৎসকের চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনারকে। মমর চরিত্রের নাম অর্পণা সেন। ইমতিয়াজ বর্ষণ আছেন সোলাইমান কাজীর চরিত্রে। সাব-ইন্সপেক্টর শাফির চরিত্রে সাইফ খান, পাকিস্তানি মেজর শাহরিয়ারের চরিত্রে হামিদুর রহমান, নাফিস আহমেদের চরিত্রের নাম সুমিত। জয়রাজকে দেখা যাবে চেয়ারম্যান আওয়ালের ভূমিকায়।

শাহরিয়ার ফেরদৌস সজীব থাকছেন সার্জেন্ট মুক্তাদিরের ভূমিকায়। শিবা শানু অভিনয় করবেন ক্যাম্প কমান্ডার মেজর মোশাররফের চরিত্রে। তাসনিয়ার চরিত্রের নাম স্নিগ্ধা।

পরিচালনার পাশাপাশি মেজর লুৎফর চরিত্রে দেখা যাবে নির্মাতা খিজির হায়াত খানকে।

এ বিভাগের আরো খবর