বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অমিতাভ বললেন, লিখিত অনুমতি ছিল

  •    
  • ১৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩৭

অমিতাভ রেজা বলেন, ‘পেন্সিলে আঁকা পরী উপন্যাস থেকে সিনেমা নির্মাণের লিখিত অনুমতি নিলেও সে সময় আমাদের কপিরাইট ভ্যালুর বাজেটিংটা করা হয়নি। এটা ভুল হয়েছে বলতে পারেন। সেসময়ই এটা নিয়ে কথা বলা উচিৎ ছিল।’

হুমায়ূন আহমেদের পেন্সিলে আঁকা পরী উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য পাওয়া অনুদানের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা। তিনি চলচ্চিত্রটি বানাচ্ছেন না। কিন্তু চলচ্চিত্রটি নির্মাণ থেকে তিনি কেন সরে এলেন, এ নিয়ে আলোচনা এখনও থামছে না।

অমিতাভ রেজা জানিয়েছিলেন, উপন্যাসটি নিয়ে কাজ করার জন্য প্রয়াত লেখকের পরিবার থেকে যেসব শর্ত দেয়া হয়েছে, তা অনুসরণ করে চলচ্চিত্রটি সুষ্ঠুভাবে নির্মাণ সম্ভব হবে না বলে মনে হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি তিনি মন্ত্রণালয়কেও আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এবং অনুদানের অর্থ যা পেয়েছিলেন, সেটি ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

এমন ঘটনার ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি হুমায়ূন আহমেদের উপন্যাসের চলচ্চিত্রস্বত্ব ছাড়াই অমিতাভ রেজা অনুদান কমিটির কাছে প্রস্তাব জমা দিয়েছিলেন? লেখকের এরকম স্বত্ব বা লিখিত অনুমোদন ছাড়া অনুদান কমিটি কীভাবে সিনেমাটি অনুদান দিল?

অনুদানের প্রস্তাব জমা দেয়ার শর্তের ৯ (খ) ধারায় বলা আছে- ‘দেশি গল্প/কাহিনির ক্ষেত্রে সংশ্লিষ্ট লেখক/সংস্থা/প্রকাশকের লিখিত সম্মতি/অনুমতি নিতে হবে। বিদেশি গল্প বা কাহিনির ক্ষেত্রে কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট লেখক/সংস্থা/প্রকাশকের অনুমতি নিতে হবে এবং সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করতে হবে।’

এ সব বিষয়ে নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে কথা হয় নিউজবাংলার। বিষয়টি পরিষ্কার করতে তিনি বলেন, ‘লিখিত অনুমতি নিয়েই আমরা অনুদানের জন্য আবেদন করেছি।’

তিনি এও জানান, হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলেই পেন্সিলে আঁকা পরী উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণের লিখিত অনুমতি নেয়া হয়েছে।

তবে সে সময় উপন্যাসটির কপিরাইট ভ্যালু নির্ধারণ করা হয়নি বলে জানান অমিতাভ।

তিনি বলেন, ‘পেন্সিলে আঁকা পরী উপন্যাস থেকে সিনেমা নির্মাণের লিখিত অনুমতি নিলেও সে সময় আমাদের কপিরাইট ভ্যালুর বাজেটিংটা করা হয়নি। এটা ভুল হয়েছে বলতে পারেন। সে সময়ই এটা নিয়ে কথা বলা উচিৎ ছিল।’

অমিতাভ আরও বলেন, ‘আর অনুদান কমিটি কি এটা জানবে না যে, আমি একটি অ্যাডাপটেড চিত্রনাট্য জমা দিয়েছি এবং আমাকে অনুদান দিতে গেলে তার লিখিত অনুমতি লাগবে? এটা তো খুব স্বাভাবিক। আর সেই লিখিত অনুমতি ছিল বলেই আমাকে অনুদান দেয়া হয়েছিল।’

বিষয়টি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন নিউজবাংলাকে বলেন, ‘অনেক জায়গায় দেখছি, এটাকে শর্ত জুড়ে দেয়া হয়েছে বলা হচ্ছে। এটা কিন্তু কোনো শর্ত জুড়ে দেয়া হয়নি, এটা কপিরাইট ভ্যালু চাওয়া হয়েছে। এটা সবার কাছেই চাওয়া হয় এবং হবে। এই ভ্যালুটা তার (অমিতাভ রেজা) মনমতো হয়নি।’

এ বিভাগের আরো খবর