চঞ্চল চৌধুরী পর্দায় বহুরূপী। তার প্রমাণ তিনি দিয়েছেন বহুবার। নাটক, সিনেমা ও কনটেন্টে তার ভিন্ন ভিন্ন চরিত্র দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। সব রকম চরিত্রেই তিনি সাবলীল, বলেছেন দর্শকরা।
চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করেন তিনি। এই যেমন এবার চরিত্রের প্রয়োজনে ন্যাড়া হলেন চঞ্চল চৌধুরী।
ন্যাড়া হওয়া ছবি নিজেই ফেসবুক পেজে পোস্ট করেছেন চঞ্চল। কিন্তু কোন চরিত্রের জন্য ন্যাড়া হলেন, তার কিছুই জানাননি অভিনেতা।
ছবি পোস্ট করে লিখেছেন, ‘বলি???? না থাক… বলবো না…’
বিষয়টি নিয়ে জানতে চঞ্চলকে ফোন করা হলে তিনি কল কেটে দেন। ধারণা করা হচ্ছে, বলি নামের যে ওয়েব কনটেন্টটি নির্মাণ করছেন শংখ দাশগুপ্ত, সেই সিরিজের জন্যই এ লুক নিয়েছেন চঞ্চল।
ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। শোনা যাচ্ছে এতে আরও অভিনয় করছেন সোহানা সাবা, সাফা কবীরসহ অনেকে। তবে এ নিয়ে কেউ মুখ খুলছেন না।
মুখ না খুললেও ফেসবুকে ঠিকই রহস্যময় পোস্ট দিয়ে তথ্য জানাতে চাচ্ছেন চঞ্চল চৌধুরী। ১৪ সেপ্টেম্বর ফেসবুকে তিনিই পোস্ট করে জানান বলি ওয়েব সিরিজের কথা।
তিনি লিখেছিলেন, ‘হইচইয়ের নতুন ওয়েব সিরিজ বলি নির্মাণে ব্রতী হয়েছেন শংখ দাশগুপ্ত। ভিন্ন স্বাদের এই গল্প নির্মাণের জন্য আমরা সবাই এখন কুয়াকাটা। কাল থেকে শুটিং শুরু।’
দর্শকদের ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করে চঞ্চল লেখেন, ‘শংখর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। শংখ মূলত পেশাদার বিজ্ঞাপন নির্মাতা। বলি টিমের সবাই আমরা আশাবাদী। আপনাদের জন্য ভালো একটা ওয়েব সিরিজ উপহার দিতে পারব।’
ভক্ত-দর্শকদের শুভ কামনা আশা করেছেন চঞ্চল। এটি ছাড়াও চঞ্চল জি-ফাইভের একটি দীর্ঘ ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন। সেটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।