বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সীতা’ হচ্ছেন কঙ্গনা

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪২

ইনস্টাগ্রামে ‘সীতা: দ্য ইনকারনেশন’ নামে নতুন একটি সিনেমায় পোস্টার পোস্ট করেন কঙ্গনা। এতে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণে বর্ণিত দেবতা রামের স্ত্রী ‘সীতা’ চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা।

গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা বায়োপিক থালাইভি। এরই মাঝে অভিনেত্রী ঘোষণা করলেন তার আসন্ন সিনেমার নাম। তার পরবর্তী সিনেমা সীতা: দ্য ইনকারনেশন।

সেখানে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণে বর্ণিত দেবতা রামের স্ত্রী ‘সীতা’ চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা।

এ খবর জানিয়ে মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির একটি পোস্টার পোস্ট করেছেন অভিনেত্রী।

পোস্টারটির ক্যাপশনে কঙ্গনা জানান, এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে যারা রয়েছেন তারা সবাই অসাধারণ প্রতিভাবান অভিনেতা। সীতা-রামের আশীর্বাদ নিয়েই শুরু করছেন সিনেমাটির কাজ।

সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা অলৌকিক দেশাই। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত সীতাকে নিয়ে সে রকম কোনো সিনেমা হয়নি। সীতার চরিত্রে কঙ্গনাকে পেয়ে তিনি আপ্লুত। এই সিনেমার মধ্য দিয়ে অনেকেরই দৃষ্টিভঙ্গি বদলাবে বলেও মনে করেন পরিচালক।

‘সীতা: দ্য ইনকারনেশন’-নামে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন কঙ্গনা। এতে ‘সীতা’ চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবি: সংগৃহীত

এর আগে গত ২১ আগস্ট কঙ্গনা ঘোষণা করেন তার আরেক সিনেমা তেজাস-এর নাম। সে সময় ইনস্টাগ্রামে ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলটের পোশাক পরা একটি ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘আমার পরবর্তী মিশন তেজাস। আজ থেকে শুরু হলো। আনন্দ বেড়েই চলছে। আমার এই টিমকে ধন্যবাদ।’

এ ছাড়া এই তো মাসখানেক আগে কঙ্গনা শেষ করেছেন তার আসন্ন অ্যাকশন সিনেমা ধাকড় -এর শুটিং।

এ বিভাগের আরো খবর