সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা অভিনীত ওয়েব সিরিজ মুম্বাই ডায়েরিজ ২৬/১১।
সে সিরিজে অভিনেত্রী একটি সরকারি হাসপাতালের কর্মকর্তা চিত্রা দাসের ভূমিকায় অভিনয় করেছেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নির্মিত সিরিজটি গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।
মুক্তির পর গত কয়েক দিনে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে সিরিজটি। সে সিরিজটি নিয়েই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপ করেছেন কঙ্কনা।
কঙ্কনার কাছে সেই সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল, ‘সিনেমা কিংবা ওয়েব সিরিজ যেকোনো প্রেক্ষাপটে বিশেষত এক সম্প্রদায়ের মানুষকেই সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়া হয় কেন?’
কঙ্কনার উত্তর ছিল, ‘আমাদের সমাজে এ রকম চিন্তা-ভাবনা প্রচলিত হয়ে গেছে। কিন্তু এর বিরুদ্ধে মানুষের আরও বেশি করে সচেতন হওয়া প্রয়োজন। আমি মনে করি, সন্ত্রাসবাদীদের নিজস্ব ধর্ম রয়েছে। আর সন্ত্রাস যেকোনো ধর্মের মানুষই করতে পারে।’
অভিনেত্রী বলেন, ‘বর্তমানে জাত-ধর্ম বিভেদ নিয়ে একটু বেশিই মাথা ঘামাই আমরা। তা না করে, দেশের স্বার্থে আমাদের একজোট হওয়া উচিত। তাহলেই শান্তি বজায় থাকবে।’
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা অভিনীত সিরিজ ‘মুম্বাই ডায়েরিজ ২৬/১১’। ছবি: সংগৃহীত
মুম্বাই ডায়েরিজ ২৬/১১ সিরিজটির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ট্রেইলারে একটা লাইন রয়েছে। সেখানে বলা হচ্ছে, একজন চিকিৎসকের কাছে রোগীর শরীর শুধু শরীর হিসেবে দেখা উচিত।
‘হাসপাতালে কেউ তোমার ধর্ম নিয়ে জিজ্ঞেস করবে না কিংবা জাত-পাত নিয়েও প্রশ্ন তোলা হবে না। তারা শুধু জানতে চাইবে, রোগীর ব্লাড গ্রুপ কী কিংবা শরীরে কী সমস্যা হয়েছে।’