শুরু হয়েছে আরবাজ খানের অনলাইন চ্যাট শো ‘পিঞ্চ’-এর সেকেন্ড সিজন। সেখানেই আগামী পর্বে তার অতিথি হিসেবে দেখা যাবে বলিউডের ‘চিরযুবক’ খ্যাত অভিনেতা অনিল কাপুরকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে সেই পর্বের প্রোমো পোস্ট করেছেন আরবাজ। সেখানে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় অনিল কাপুরকে নিয়ে লেখা কয়েকটি বাজে মন্তব্য অভিনেতাকে পড়ে শোনান আরবাজ খান।
একটি মন্তব্য এক নেটিজেন লিখেছেন যে, ‘বাবা অনিল কাপুর ও মেয়ে সোনম কাপুর নির্লজ্জ। টাকার জন্য যেকোনো কিছুই করতে পারে তারা।’
এই মন্তব্যে অবশ্য বিন্দুমাত্র রাগ করেননি অনিল কাপুর। হাসতে হাসতে তিনি বলেন, ‘যদি উনি এরকম মন্তব্য করে থাকেন তাহলে নিশ্চয় ঐ সময় তার মুড ভালো ছিল না কিংবা তিনি হয়তো দুঃখী ছিলেন।’
বলিউডের তারকা বাবা-মেয়ে, অনিক কাপুর ও সোনম কাপুর। ছবি: সংগৃহীত
পরিবারের উদ্দেশ্যে অনেকেরই কটূক্তির শেষ নেই। এক্ষেত্রেও অনিলের স্পষ্ট জবাব, ‘একটাই তো জীবন, এত কিছু নিয়ে ভাবলে আর বাঁচব কী করে?’
প্রায়ই এমন মন্তব্যে বিরক্ত হন সেলিব্রেটিরা। কিন্তু সেখানে অনিলের এই হাসি হাসি মুখে দেয়া ঠান্ডা জবাব আর আচরণ দেখে মুগ্ধ তার ভক্তরা।
এদিকে আপাতত লন্ডনেই রয়েছেন সোনম কাপুর। এর আগে অনেক সাক্ষাৎকারেই অনিল জানিয়েছেন মেয়ে সোনমের সঙ্গে তার বন্ধুর মতো সম্পর্ক।