রোববার রাত ১২টা ৫ মিনিটে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তার নতুন স্বামী রাকিব সরকার। তিনি একজন ব্যবসায়ী এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রাকিব গাজীপুরে থাকেন।
মাঝ রাতেই বিয়ে আবার রাতে সেই বিয়ের খবর ফেসবুকে জানান মাহি। কিন্তু কেন? মাহিকে অনেকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি।
মাহির ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর রাকিবের অর্থাৎ মাহির নতুন স্বামীর জন্মদিন। বিশেষ এই দিনেই বিয়ে করার পরিকল্পনা ছিল তাদের।
তাই রোববার রাত ১২টা বাজার পর রাকিবের জন্মদিনের প্রথম মুহূর্তে বিয়ে করেন তারা। তবে জন্মদিনের উদযাপন হয় অন্যভাবে।
সোমবার সন্ধ্যায় রাকিবের জন্মদিন উদযাপনের দুটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন মাহিয়া মাহি। ছবিতে দেখা যাচ্ছে হ্যাপি বার্থডে লেখা একটি ব্যানারের দুই প্রান্তে দাঁড়িয়ে আছেন মাহি ও রাকিব এবং মাহি উড়ন্ত চুমু দিচ্ছেন রাকিবকে।
ছবি পোস্ট করে মাহি তার ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু ইউ বয়। রাকিব সরকার সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতামনা।’
মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে এক সপ্তাহ আগে লিখেছিলেন, ‘১৩ সেপ্টেম্বর আমি তোমাকে একটা চমক দিতে যাচ্ছি।’ সেই চমকই তিনি দিলেন বিয়ের খবর দেয়ার মাধ্যমে। মাহির এটি দ্বিতীয় বিয়ে। রাকিবের ঘরে সন্তান আছে।