মার্কিন সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্স তার দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগরির সঙ্গেই করলেন আংটি বদল। ব্রিটনি ইনস্টাগ্রামে আংটি দেখানো একটি ভিডিও পোস্ট করেছেন।
স্পিয়ার্স ১৩ বছর ধরে একটি আইনি লড়াই লড়ছেন। যা তার ব্যক্তিগত জীবন এবং আর্থিক অবস্থা উভয়ই নিয়ন্ত্রণ করে।
১৩ বছর আগে বিষণ্নতার কারণে জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ব্রিটনি। সাবালিকা হওয়ার পরও আদালত তার বাবা জেমি স্পিয়ার্সকে আইনি অভিভাবক হিসেবে নিযুক্ত করেন। কিন্তু সেই অভিভাবকত্বই জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে তার ব্রিটনির জীবনে।
গায়কটির মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উত্থাপিত হলে ২০০৮ সালে আইনি অভিভাবকত্ব আরোপ করা হয়।
তবে সেসব বাধা পেরিয়ে এখন মানসিকভাবে ভালো আছেন ব্রিটনি। আর তাই শরীরচর্চা প্রশিক্ষক ও অভিনেতা ২৭ বছর বয়সী স্যাম আসগারির সঙ্গে সম্পর্কে জড়াতে যাচ্ছেন তিনি।
আসগারি ইরানের রাজধানী তেহরানে জন্মগ্রহণ করলেও ১২ বছর বয়সে জলে আসেন লস এঞ্জেলেসে।
স্যাম আসগারির ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি। ছবি: সংগৃহীত
তার ম্যানেজার ব্র্যান্ডন কোহেন পিপল ম্যাগাজিনকে বাগদানের খবর নিশ্চিত করেছেন। ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে দেখা হয়েছিল তাদের।
অন্যদিকে ৩৯ বছর বয়সী স্পিয়ার্স এর আগে দুবার বিয়ে করেছিলেন।