কী এমন হল সিনেমা দুনিয়া ও দর্শকদের মন থেকে হারিয়ে যাওয়ার ভয়ে ভুগছেন বলিউড বাদশা শাহরুখ খান। ঠিক তাই, শাহরুখের এমন ভয় পাওয়ার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন নির্মাতা করণ জোহর।
ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কখনো ভাবিনি আমি এমন দিন দেখব, যখন বলিউডের বাদশাহও হারিয়ে যাওয়ার ভয় অনুভব করবেন। এখন আমি সবকিছু দেখছি!’
করণ জোহরের এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রনবীর সিংও শেয়ার করেছেন করণের এই পোস্ট। হাসির ইমো দিয়ে তিনি লিখেছেন, ‘শাহরুখও ভয় পায়?’
তিনঘন্টায় ব্যবধানে এই ভিডিও প্রায় ৪ লাখের বেশি মানুষ দেখেছেন।
কিন্তু কী আছে এই ভিডিওতে? এইসবের সূত্রপাত ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের নতুন প্রোমো থেকে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখের বাড়ির সামনে অগণিত ভক্তের ভিড়। সেই ভিড় দেখে শাহরুখ গর্বের সঙ্গে তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে বলছেন, আর কারোর বাড়ির সামনে এত ভক্ত দেখা যায়? তখন ওই ব্যক্তি বলেন, না স্যার এখন পর্যন্ত দেখিনি, কিন্তু সামনের কথা বলা যাচ্ছে না।
চিন্তিত শাহরুখ তাকে প্রশ্ন করেন তার মানে? তার উত্তরে ঐ ব্যক্তি জানান, বাকি সব স্টারদের ডিজনি প্লাস হটস্টারে শো আর সিনেমা আসছে। শাহরুখের পালটা প্রশ্ন, কোন বাকি সব? সেই ব্যক্তি উত্তর দেন, অজয়, অক্ষয়, সাইফ, সঞ্জু বাবা…; এই শুনতে শুনতেই চিন্তিত শাহরুখের আবার প্রশ্ন, সবাই? তখন সেই ব্যাক্তি বলেন, সবাই তো না, আপনি বাদ।
ডিজনি হটস্টারের এই প্রোমো নিয়েই সোশ্যাল মিডিয়ায় মজা করেছেন তার দীর্ঘদিনের বন্ধু করণ জোহর।
এখন পর্যন্ত ডিজনি হটস্টারে শাহরুখের কোনো সিনেমা মুক্তি পায় নি, তাই তুলে ধরেই এই ওটিটি প্ল্যাটফর্মের প্রমোতে অংশ নিয়েছেন তিনি।