বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিতেশ-জেনেলিয়ার জন্য হাত বাড়ালেন শাহরুখ

  •    
  • ১০ সেপ্টেম্বর, ২০২১ ২২:২১

সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে শাহরুখ লেখেন, “আমার বন্ধু জেনেলিয়া ও রিতেশ আলোচনা করছিল তাদের ভেজ মাংস ভেঞ্চার কে উদ্বোধন করবেন। আমি আমার বাহু বাড়িয়ে দিয়ে বললাম ‘আমি আছি না’।’’  

রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। পারিবারিক নানা অনুষ্ঠানেই মিলিত হন তারা।

সেই বন্ধুত্বের টানে এবার রিতেশ-জেনেলিয়ার জন্য দুই হাত বাড়িয়ে দিলেন কিং খান।

রিতেশ-জেনেলিয়া ‘ইমাজিন মিটস’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছেন। এই প্রতিষ্ঠান থেকে মূলত উদ্ভিদ থেকে তৈরি খাবার বিক্রি করা হবে। যে খাবার থেকে নিরামিষাশীরাও উপভোগ করতে পারবেন মাংসের স্বাদ।

সেই ‘ইমাজিন মিটস’-এর দুটি প্যাকেট নিয়ে চিরাচরিত ভঙ্গিতে হাত বাড়িতে পোজ দিয়েছেন শাহরুখ।

সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে শাহরুখ লেখেন, ‘‘আমার বন্ধু জেনেলিয়া ও রিতেশ আলোচনা করছিল তাদের ভেজ মাংস ভেঞ্চার কে উদ্বোধন করবেন। আমি আমার বাহু বাড়িয়ে দিয়ে বললাম ‘আমি আছি না’।’’

‘ইম্যাজিন মিটস’-এর প্যাকেট হাতে শাহরুখ খান।

তাদের নতুন এই উদ্যোগের জন্য ‘ইম্যাজিন মিটস’-এর পুরো টিমকে শুভেচ্ছা ও ধন্যবাদ দিয়েছেন শাহরুখ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক খবরে বলা হয়েছে, এই ‘ইমাজিন মিট’-এ অন্তর্ভুক্ত রয়েছে উদ্ভিদ-ভিত্তিক মুরগি, মাটন জাতীয় কিমা, কাবাব, নাগেটস, বার্গার ও বিরিয়ানি।

বলিউড তারকা রিতেশ-জেনেলিয়া দম্পতি। ছবি: সংগৃহীত

এই খাবার প্রসঙ্গে রিতেশ বলেছেন, তিনি মাংস খেতে ভীষণ পছন্দ করতেন, অথচ চার বছর আগেই নিরামিষাশী হয়ে গেছেন। তবে এই খাবারগুলি তার মাংস খাবার অভাব পূরণ করেছে। নতুন এই পদক্ষেপ নিয়ে তারা পৌঁছে যেতে চান মানুষের ঘরে ঘরে।

এ বিভাগের আরো খবর