হলিউড সিনেমা কম দেখার পরামর্শ দিয়ে বেশি বেশি ভারতীয় সিনেমা দেখার জন্য নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, থালাইভি সিনেমার প্রমোশনে গিয়ে বৃহস্পতিবার দিল্লিতে এ আহ্বান জানান কঙ্গনা।
তিনি বলেন, ‘হলিউড সিনেমা না দেখে ভারতীয় সিনেমার কথা বলুন। দেশের আঞ্চলিক সিনেমা দেখুন। আমাদের আরও বেশি করে ভারতীয় সিনেমার প্রচার করা উচিত।’
এই অভিনেত্রীর মতে, আত্মনির্ভর ভারত গড়তে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকে আরও বেশি করে উৎসাহ জোগানো দরকার।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
অভিনেত্রীর কথায়, ‘হলিউডের সিনেমা ভারতীয় সিনেমার বাজার নষ্ট করছে। এক দেশ, এক জাতি হিসেবে এর মোকাবিলা করা উচিত। দেশীয় সিনেমা আরও বেশি করে দেখা উচিত আমাদের। হোক সেটা মালয়ালাম, তামিল, তেলুগু কিংবা পাঞ্জাবি।’
কঙ্গনার মতে, আন্তর্জাতিক অঙ্গনে একচেটিয়া আধিপত্যের কারণে হলিউড আজ ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মানসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ভারতেও ঠিক তাই করছে। তাই নিজেদের ইন্ডাস্ট্রিকে আগে গুরুত্ব দেয়া উচিত।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা বায়োপিক থালাইভি।
‘পুরাচ্চি থালাইভি’ বা ‘বিপ্লবী নেতা’ খ্যাত জয়ললিতার পুরুষতান্ত্রিক সমাজে একজন অভিনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রা দেখা যাবে এ সিনেমায়। থালাইভি একই সঙ্গে হিন্দি, কন্নড়, তেলেগু ও মালয়ালাম ভাষাতেও মুক্তি পেয়েছে।