নিও ও ট্রিনিটি মেট্রিক্স সিনেমার দুটি চরিত্র। সিনেমাটি তুমুল জনপ্রিয় হওয়ায় এর চরিত্র দুটিও দর্শকদের কাছে ব্যাপক পরিচিত।
তাদের দেখা হলো বৃহস্পতিবার, তাও আবার ১৮ বছর পর। কীভাবে?
মেট্রিক্স-এর দ্বিতীয় ও তৃতীয় কিস্তি ২০০৩ সালে মুক্তির ১৮ বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির চতুর্থ কিস্তি। বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। আর সেখানেই নিও ও ট্রিনিটিকে দেখা গেছে হ্যান্ডশেক করতে।
তাদের দেখে মনে হয়েছে তারা আগের সব স্মৃতি ভুলে গেছে। চতুর্থ কিস্তির নাম দ্য মেট্রিক্স রেজারেকশনস। এটি পরিচালনা করেছেন লানা ওয়াচোস্কি।
ট্রেলারে দেখা মিলেছে বলি-হলির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে সিনেমায় তার লুক বিস্মিত হওয়ার মতো। এক ঝলকে দেখলে তাকে চেনার উপায় নেই। চোখে মোটা ফ্রেমের পাওয়ারওয়ালা চশমায় অন্য কারও সঙ্গে মিলিয়ে ফেলতে পারেন দর্শকরা।
দ্য মেট্রিক্স রেজারেকশনস সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার লুক। ছবি: সংগৃহীতহলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা সিরিজগুলোর মধ্যে অন্যতম দ্য মেট্রিক্স। সিরিজের তিনটি সিনেমাই বিস্মিত করেছে বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের।
১৯৯৯ সালে মুক্তি পায় সিনেমার প্রথম পর্ব দ্য মেট্রিক্স; পরিচালনা করেছিলেন ওয়াচোস্কি ব্রাদার্স।
সিনেমায় দেখান হয়েছিল লাল ও নীল রঙের দুটি পিলের ব্যবহার। এই দুই পিলের মধ্যে লাল রঙেরটি গ্রহণ করলে সেবনকারী নিজেকে আসল পৃথিবীতে ফিরে পাবেন, যেটি হচ্ছে মেট্রিক্স। আর নীল রঙেরটি তাকে রেখে দেবে বর্তমান জগতে। যেটি আসলে অলীক এক বাস্তব।
নতুন পর্বেও গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে থাকবে লাল ও নীল পিল।