দর্শক-ভক্তরা চেনেন ডুবসাঁতারের রেণুকা, গেরিলার বিলকিস বানু কিংবা দেবীর রানুকে। রাজকাহিনীর রুবিনা বা কণ্ঠ-এর রমিলা, ক্রিসক্রসের মিসেস সেন বা পদ্মাকেও চেনেন কোটি দর্শক।
চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এবং অভিজ্ঞতা-ব্যক্তিত্ব দিয়ে ফুটিয়ে তুলেছেন জয়া আহসান।
এসবের বাইরে মঙ্গলবার অন্য এক জয়া ধরা দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
দুই বাংলার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী ব্যাপক সরব ফেসবুকে। ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন বিষয়সহ নিজের সিনেমা, ফ্যাশন ফটোশুটের নানা কাজের কথা তিনি নিজেই জানান তার ভেরিফায়েড ফেসবুক পেজে।
তেমনই মঙ্গলবার ফ্যাশন ফটোশুটের তিনটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘ফিলিং কজি।’
ছবিগুলোতে তার ভক্ত-অনুরাগীরা আবিষ্কার করেছেন চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে। সোনালি ছায়ার আভায় যেন জ্বলছেন তিনি।
ভক্তরা তা মাথায় রেখেই কমেন্ট করেছেন জয়ার এসব ছবিতে।
জয়ার ছবিতে একজন মন্তব্য করেছেন, ‘এতদিনে বুঝলাম আপনি নিজের শরীর গোল্ড দিয়ে বান্ধাইছেন, এই জন্যেই আপনার বয়স বাড়ে না।’
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি: সংগৃহীত
এমন নানা প্রশংসায় ছেয়েছে কমেন্ট বক্স। তবে কেউ কেউ প্রতিক্রিয়াশীল মন্তব্যও করেছেন ছবিগুলোতে।
সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা বিনিসুতোয়। সেখানে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন জয়া।