২৭ দিনের বন্দি জীবনের ধকল কাটিয়ে ঘরে ফেরার পর আপন পরিবেশে হাসি ফুটেছে বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির মুখে।
১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে বনানীর বাসায় ফেরার পর পরীমনির সঙ্গে দেখা করতে যাচ্ছেন অনেকেই। এদের একজন অভিনেত্রী রাজরীপা। তিনি বৃহস্পতিবার যান বাসাটিতে।
রাজরীপা মুক্তি নামের একটি সিনেমায় অভিনয় করছেন। এ ছাড়া তাকে দেখা গেছে পোড়ামন ২ সিনেমায়।
পরীমনির সঙ্গে দেখা করে কী বুঝলেন রাজরীপা? পরীমনিকে কেমন দেখলেন তিনি?
নিউজবাংলাকে রাজরীপা বলেন, ‘পরীমনি আপুকে আমি আগে শুধু নামে চিনতাম। তার সঙ্গে আমার কখনও সামনাসামনি দেখা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল, তাকে আমি সামনাসামনি অভিনন্দন জানাব বা শুভেচ্ছা জানাব।’
পরীমনির জন্য ন্যায়বিচারের দাবিতে শাহবাগে মানববন্ধনে রাজরীপা। ছবি: সংগৃহীত
রাজরীপা বলেন, ‘একটা মানুষ এত সুইট হয় কীভাবে! তার কথা, আপ্যায়ন থেকে শুরু করে, আমি তার বাসায় গিয়েছি, তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’
পরীমনির জন্য ন্যায়বিচারের দাবিতে ২২ আগস্ট শাহবাগে দাঁড়িয়েছিলেন রাজরীপা। সেখানে পরীমনিকে বড় বোন বলে সম্বোধন করেন রাজরীপা।
নিউজবাংলাকে রাজরীপা বলেন, “পরীমনি আপু বললেন, ‘আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস। তুই আমার ছোট বোন।’ এই বলে সে তার দুই পায়ে শোনার যে পায়েল পরা ছিল, তার একটি খুলে আমার পায়ে পরিয়ে দিলেন। বলতে পারেন আমাকে ছোট বোন বলে স্বীকৃতি দিলেন।’’
পরীমনি তার পায়েল খুলে পরিয়ে দিয়েছেন রাজরীপার পায়ে। ছবি: নিউজবাংলা
রাজরীপা আরও জানান, পরীমনি তাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন।
পরীমনিকে কেমন দেখলেন, জানতে চাইলে রাজরীপা বলেন, ‘আমি পরীমনি আপুকে বেশ নরমালই দেখেছি। হাসিখুশি ছিলেন। তিনি একটা মানসিক ট্রমার মধ্যে ছিলেন। সে বিষয়ে আমি তার সঙ্গে কথা বলিনি বা বলতে চাইনি। তিনিও তার ব্যক্তিগত বিষয় আমার সঙ্গে শেয়ার করেননি।’