বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার হবু স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রের নাগরিক।
অপূর্বর বিয়ে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্...।’
সেই সঙ্গে নব দম্পতিকে শুভেচ্ছাও জানান অদিতি।
তার স্ট্যাটাসটির স্ক্রিনশট এখন ফেসবুকে ভাইরাল। বুধবার দুপুরের দিকে দেয়া অদিতির স্ট্যাটাসটি আর দেখা যাচ্ছে না তার ফেসবুক ওয়ালে।
স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন কি না জানতে যোগাযোগ করা হয় অদিতির সঙ্গে। নিউজবাংলাকে তিনি বলেন, ‘স্ট্যাটাসটি আমারই, কিন্তু এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে অপূর্ব। ছবি: সংগৃহীত
২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অপূর্বর সঙ্গে বিয়ে হয় অদিতির। আয়াশ নামে তাদের এক পুত্রসন্তানও রয়েছে। তবে টেকেনি সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের মে মাসে ৯ বছরের সংসার জীবনের ইতি টানে এই দম্পতি।
অদিতির আগে ছোট পর্দার আরেক অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গেও গাঁটছড়া বেঁধেছিলেন অপূর্ব। সেই সংসারও টেকেনি।
ফের বিয়ে নিয়ে নিউজবাংলাকে অপূর্ব বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের বিয়ে, কিন্তু অনেক মিডিয়াতে লিখছে আমার হলুদ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এমন কিছু না। বিয়ে তো সামাজিক ব্যাপার, এখানে গোপন করার বা লুকোচুরির কিছু নেই। আর আমার পক্ষে তো চুপিসারে বিয়ে করা সম্ভবই না। পারিবারিকভাবেই বিয়ে করছি আমরা।’