দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। জীবনের নতুন যাত্রার কথা জানিয়েছেন বেশ কিছুদিন আগে। জীবনের সেই নতুন যাত্রা মূলত সংসার শুরু করা।
গীতিকার এবং সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসীন মেহেদীর সঙ্গে সম্প্রতি আংটি বদল করেছেন ন্যানসি। এখন ব্যস্ত সময় পার করছেন বিবাহের আনুষ্ঠানিকতা আয়োজনে।
নতুন জীবন সঙ্গীতে আচ্ছন্ন ন্যানসি গেঁথেছেন কথার মালা। সেই কথার মালা পেয়েছে কবিতার রূপ। প্রিয় মানুষকে নিয়ে হয়তো দেখছেন নতুন স্বপ্ন, বুনছেন নতুন গান।
প্রিয় মানুষকে নিয়ে চার লাইনের যে কবিতা ন্যানসি ফেসবুকে পোস্ট করেছেন তাতে মহসীনের প্রতি তার প্রগাঢ় ভালোবাসাই প্রকাশ করে।
কবিতায় ন্যানসি লিখেছেন-
‘আমি হাজার কথার মালা গেঁথে
চেয়ে আছি শুধু তোমারই পথে
জানি আমার কাছেই তুমি
এখনই আসছো..
তুমি তো এখন আমারই কথা ভাবছো।’
ভালোবাসা মাখা শব্দগুলোর মতো মহসীনের সঙ্গে ভালোবাসা মাখা একটি ছবিও পোস্ট করেছেন এ কণ্ঠশিল্পী। আংটি বদলের পর এটিই তাদের একসঙ্গে প্রথম ছবি।
মহসীন মেহেদীর লেখা গানে কণ্ঠও দিয়েছেন ন্যানসি। শেষ ২০২০ সালের ৩০ জুলাই ইউটিউবে প্রকাশ পায় মহসীনের লেখা ‘এমন একটা মন’ নামে ন্যানসির গাওয়া গান।
কবে বিয়ে করছেন ন্যানসি-মহসীন, এ বিষয়ে কিছু জানাননি ন্যানসি। শুধু বললেন, ‘জানতে পারবেন’।