বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুতের পিলারে গাড়ির ধাক্কা, অভিনেতা রাজ-তুষি আহত

  •    
  • ২৭ আগস্ট, ২০২১ ১১:১৩

এএসআই কামরুজ্জামান বলেন, ‘গাড়িতে একজন অভিনেতা, অভিনেত্রী ও তাদের বন্ধুরা ছিলেন। আহত অবস্থায় তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি।’

রাজধানীর গুলশান-১ এলাকায় দ্রুতগতির একটি গাড়ি বিদ্যুতের পিলারে লেগে দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়িতে থাকা অভিনয়শিল্পী শরিফুল ইসলাম রাজ, নাজিফা তুষিসহ পাঁচজন আহত হয়েছেন।

গুলশান অ্যাভিনিউতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত আড়াইটা থেকে তিনটার দিকে দ্রুতগতিতে আসা একটি গাড়ি রাস্তার পাশে বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

‘পরে পাশে থাকা গার্ডরা গাড়ির ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করেন। সবাই আহত ছিলেন।’

এএসআই কামরুজ্জামান বলেন, ‘গাড়িতে একজন অভিনেতা, অভিনেত্রী ও তাদের বন্ধুরা ছিলেন। আহত অবস্থায় তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশের এ কর্মকর্তা জানান, গাড়িটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল।

রাজ ও তুষিসহ আর যারা আহত হয়েছেন, ধারণা করা হচ্ছে তারাও অভিনয়শিল্পী। সম্প্রতি তারা নেটওয়ার্কের বাইরে নামের একটি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এ বিষয়ে জানতে কল করা হলে রাজ, তুষি, খায়রুল বাশার ও পরিচালক মিজানুর রহমান আরিয়ানের কাউকেই পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর