মাত্র কয়েক দিন আগের কথা। বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে বিমানবন্দরে আটকে দিয়েছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর এক নিরাপত্তারক্ষী।
এমন এক ভিডিও ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরপর পরপর খবর রটে সালমানকে আটকানোর দায়ে নাকি সেই নিরাপত্তারক্ষীকে শাস্তির মুখে পড়তে হয়েছে।
কিন্তু এই খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে সিআইএসএফ। মঙ্গলবার সংস্থাটির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
সিআইএসএফ-এর এক টুইটবার্তায় জানানো হয়, যে খবরটি ঘুরছে তা ঠিক নয়। বরং দায়িত্ব পালনে অনুকরণীয় পেশাদারত্বের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা পুরস্কৃত হয়েছেন।
The contents of this tweet are incorrect & without factual basis. In fact, the officer concerned has been suitably rewarded for exemplary professionalism in the discharge of his duty. @PIBHomeAffairs
— CISF (@CISFHQrs) August 24, 2021সে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, টাইগার থ্রি সিনেমার শুটিংয়ের জন্য রাশিয়ার ফ্লাইট ধরতেই সম্প্রতি নিজের টিমের সঙ্গে বিমানবন্দরে যান সালমান।
সেই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের লাউঞ্জে সালমানকে দেখামাত্রই ঘিরে ধরেন ফটোসাংবাদিকরা। তাদের অনুরোধে ক্যামেরার মুখোমুখি মাস্ক ছাড়া দাঁড়ানোর পরে হাঁটা শুরু করেন সালমান।
এভাবেই বিমানবন্দরের সিকিউরিটি জোন পেরোতে যাওয়ার সময় তাকে আটকে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর এক অফিসার। পেশাদার ভঙ্গিতে সালমানকে থামান তিনি।
এরপর ওই অফিসার নির্দেশ দেন বিমানবন্দরে প্রবেশের আগে নিরাপত্তা-সম্পর্কিত নির্দেশনা পালন করার।
সামান্য হতচকিত হলেও কোনো কথা না বলে সেই নির্দেশ পালন করেন ‘টাইগার’।
শুধু সালমানকেই নয়, তার পেছনে পেছনে ছুটে আসা ফটোসাংবাদিকদেরও সরে যেতে নির্দেশ দেন ওই নিরাপত্তারক্ষী।
নিরাপত্তারক্ষীর এমন নিরপেক্ষ দায়িত্ব পালন দেখে সবাই প্রশংসা করেছেন তার।