দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি এবং গীতিকার মহসীন মেহেদী আংটি বদল করেছেন। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী ন্যানসি।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমাদের আংটি বদল হয়েছে পারিবারিকভাবে।’
ন্যানসি ও মহসীন দুজনেই তাদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন। ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড টু’ অপশনে একে অন্যের নাম লিখেছেন তারা।
মহসীন মেহেদী তার ফেসবুকের প্রোফাইল পিকচারে আঙুলে আংটি পরা দুটি হাতের ছবি দিয়ে রেখেছেন।
ছবিটি ন্যানসি ও মহসীনের আংটি বদল করার পরের ছবি বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ন্যানসি।
মহসীন মেহেদী দেশের নামকরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কাজ করছেন।
গানও লেখেন মহসীন। তার লেখা গানে কণ্ঠও দিয়েছেন ন্যানসি। শেষ ২০২০ সালের ৩০ জুলাই ইউটিউবে প্রকাশ পেয়েছে মহসীনের লেখা ‘এমন একটা মন’ নামে ন্যানসির গাওয়া গান।
কবে বিয়ে করছেন ন্যানসি-মহসীন, এ বিষয়ে কিছু জানাননি ন্যানসি। শুধু বললেন, ‘জানতে পারবেন’।
গত ২৮ জুলাই ন্যানসি তার ফেসবুক স্ট্যাটাসে আরও অনেক কথার সঙ্গে একটি লাইনে লিখেছিলেন, ‘নতুন পথে যাত্রা শুরু করলাম।’ তখন তিনি তার নতুন জীবনের কথার ইঙ্গিতই দিয়েছিলেন।