পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপাড়ে বসবাসরত মানুষের জীবননির্ভর গল্প নিয়ে পদ্মাপুরাণ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা রাশিদ পলাশ।
চলতি মাসের শুরুর দিকে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি। তবে করোনা ও লকডাউনের কারণে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে তখন তা নির্দিষ্ট করে জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সিনেমাটির মুক্তির দিন জানালেন নির্মাতা রাশিদ পলাশ।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘দুর্গাপূজা ধরে আগামী ৮ অক্টোবর সারা দেশে বড় পর্দায় মুক্তি পাবেপদ্মাপুরাণ।’
কয়টি হলে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে জানতে চাইলে রাশিদ পলাশ বলেন, ‘সারা দেশে এখন তো হলের সংখ্যা হাতে গোনা। এখনও হলগুলো ফাইনাল হয়নি। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যতগুলো প্রেক্ষাগৃহে সম্ভব মুক্তি দেয়ার।’
গত মার্চে সিনেমাটির ‘নোনা’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই গানটি বেশ সাড়া ফেলে।
পদ্মাপুরাণ সিনেমার একটি দৃশ্য। ছবি:সংগৃহীত
মুক্তির তারিখ জানালেও এখনও সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়নি। এ নিয়ে জানতে চাইলে পরিচালক বলেন, ‘আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে আমরা ট্রেলার প্রকাশ করব। গত মার্চে আমরা এই সিনেমার ‘নোনা’ শিরোনামের একটি গান প্রকাশ করে মুক্তির প্রচারণা শুরু করেছি।’
পদ্মাপুরাণ সিনেমার একটি দৃশ্য। ছবি:সংগৃহীত
পুণ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত পদ্মাপুরাণ সিনেমায় অভিনয় করেছেন প্রসূন আজাদ, সাদিয়া মাহি, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সুচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন।