বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন।
তার অবস্থার সামান্য অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, এতদিন বাসায় চিকিৎসা চললেও সম্প্রতি তার কাশি বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
বাংলাদেশ স্পেশালাইজড ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন আকরাম খান। হাসপাতালের সঙ্গে নিউজবাংলা যোগাযোগ করলে তারা জানায়, এখন ভালো আছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ‘আকরাম খান এখন ভালো আছেন। তার কিছু পরীক্ষা করতে দেয়া হয়েছে। সেগুলোর ফল আসবে আগামীকাল (শুক্রবার)। সেগুলো দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন তাকে ইনজেকশন দেয়া হবে কি না।’
বাংলাদেশের হয়ে ১৯৮৮ সালে ওয়ানডে অভিষেক হয় আকরামের। বাংলাদেশের জার্সিতে মোট ৮টি টেস্ট ও ৪৪টি ওয়ানডে খেলেছেন তিনি।
ঐতিহাসিক ১৯৯৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতা বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আকরাম খান।