ডিসেম্বরে ভারতকে ৩৬ রানে গুটিয়ে দিয়ে হইচই ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল। ভিরাট কোহলির দল তাদের ইতিহাসের সবচেয়ে কম রানের লজ্জায় ডুবেছিল অ্যাডেলেইডে। চার মাস না যেতেই আরও একবার ছোট স্কোর দেখল অস্ট্রেলিয়া।এবারেরটি অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট বা টেস্ট ম্যাচে নয়। তারপরও মঞ্চ একেবারে ছোট নয়। বিশ্বসেরা ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের ম্যাচে ৩২ রানে অলআউট হয়েছে চ্যাম্পিয়ন নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ)।তাসমানিয়ার বিপক্ষে শিল্ড ম্যাচে এমন লজ্জার মুখোমুখি হতে হয়েছে ওয়াহ ব্রাদার্সের সাবেক এই দলকে। নেইথান লায়ন, মিচেল স্টার্ক ও শন অ্যাবটের মতো জাতীয় দলের তারকা সমৃদ্ধ দলটি অলআউট হয়েছে ১৯.৩ ওভারে।হোবার্টে টস জিতে শনিবার স্বাগতিক দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান এনএসডাব্লিউ অধিনায়ক পিটার নেভিল। প্রথম ইনিংসে ৩৩৩ রানে অলআউট হয় টিম পেইনের তাসমানিয়া।জবাবে বিপর্যয়ে পড়ে সফরকারী দল। গুটিয়ে যায় শেফিল্ড শিল্ড ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন স্কোরে। দলের হয়ে অধিনায়ক নেভিলের ব্যাট থেকেই আসে একমাত্র দুই অঙ্কের রান। তার ১০ রান ছিল ইনিংস সর্বোচ্চ। চারজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।তাসমানিয়ার পক্ষে ১৮ রান দিয়ে সাত উইকেট নিয়ে একাই প্রতিপক্ষকে ধসিয়ে দেন সাবেক অজি টেস্ট পেসার জ্যাকসন বার্ড।মজার বিষয় হচ্ছে, এত দিন শেফিল্ড শিল্ডে সর্বনিম্ন তিনটি ইনিংসই ছিল এনএসডাব্লিউর বিপক্ষে। চতুর্থ দল হিসেবে তালিকায় যুক্ত হলো তারা।শেফিল্ড শিল্ডে সর্বনিম্ন ২৭ রানে অলআউট হওয়ার রেকর্ড সাউথ অস্ট্রেলিয়ার। ১৯৫৫ সালে সিডনিতে এই কীর্তি গড়ে তারা। পরের সর্বনিম্ন ২৯ রান করেছিল তারাই। ২০০৪ সালে ওই একই ভেন্যুতে।তৃতীয় সর্বনিম্ন ৩১ রান করে ভিক্টোরিয়া। ১৯০৭ সালে।ম্যাচের দ্বিতীয় দিন এনএসডাব্লিউকে ফলো অনে ডাকেননি তাসমানিয়ার অধিনায়ক পেইন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয় তারা।ডিসেম্বরের ভারতের টেস্ট ম্যাচটির দিকে তাকালে আশাবাদী হতে পারেন এনএসডাব্লিউ অধিনায়ক নেভিল। প্রথম টেস্ট হারের পরও কামব্যাক করে ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিল ভারত।আর এই ম্যাচ জিততে, শেষ দুই দিনে বর্তমান চ্যাম্পিয়নদের করতে হবে ৪৯৩ রান।
অস্ট্রেলিয়ায় ৩৬ এর চার মাস পর ৩২
বিশ্বসেরা ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের ম্যাচে ৩২ রানে অলআউট হয়েছে চ্যাম্পিয়ন নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ)।
-
ট্যাগ:
- শেফিল্ড শিল্ড
এ বিভাগের আরো খবর/p>