পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে রীতিমত উড়ে যায় ভারত। সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে অতি আবশ্যক ছিল তাদের।
সেই ফেরার পথে প্রথমটুকু খারাপ করেনি ভারত। ইংল্যান্ডকে ১৬৪ রানে আটকে দিয়েছে স্বাগতিকরা।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ভিরাট কোহলি। ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারেই ফিরে যান জস বাটলার।
ডাউইড মালান ও জেসন রয়ের ৬৩ রানের জুটিতে ম্যাচে ফেরে ইংল্যান্ড। রয় এক প্রান্তে আক্রমণ করলেও মালান ছিলেন জড়সড়। ২৩ বলে ২৪ করে তিনি ফেরেন লেগ স্পিনার ইউজভেন্দ্র চেহেলের বলে।
নিজের ফিফটি থেকে চার রান দূরে থেকে ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ দিয়ে ফেরেন রয়। ইংলিশ আক্রমণ চালিয়ে অব্যহত রাখেন অধিনায়ক ওইন মরগ্যান।
১৮তম ওভারে মরগ্যান ফেরার পর থমকে যায় রানের গতি। শেষ ১৭ বলে রান আসে মাত্র ২২। তাতে ইংল্যান্ড তাদের ইনিংস শেষ করে ১৬৪ রানে।
ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেন সুন্দর ও শার্দুল ঠাকুর। একটি করে উইকেট পান ভুবনেশ্বর ও চাহাল।